No Interest Loan

মূলধন খরচে মঞ্জুর অর্থ

আত্মনির্ভর ভারত প্যাকেজের অধীনে গত ১২ অক্টোবর রাজ্যগুলিকে ঋণ দেওয়ার এই প্রকল্পটি ঘোষণা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৭:১৯
Share:

—প্রতীকী ছবি

অতিমারির জেরে অর্থনীতি থমকে যাওয়ায় রাজ্যগুলির রাজস্ব ধাক্কা খেয়েছে। তা সত্ত্বেও যাতে তারা বিভিন্ন খাতে মূলধন খরচ চালিয়ে যেতে পারে, তার জন্য চলতি অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বিনা সুদে বিশেষ ঋণের প্রকল্প এনেছে কেন্দ্র। শনিবার অর্থ মন্ত্রক জানিয়েছে, এই খাতে ২৭টি রাজ্যের জন্য ৯৮৭৯.৬১ কোটি টাকা মঞ্জুর করেছে তারা। এর মধ্যে প্রথম কিস্তিতে ৪৯৩৯.৮১ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। তামিলনাড়ু ছাড়া এই সুবিধা নিয়েছে সকলেই।

Advertisement

আত্মনির্ভর ভারত প্যাকেজের অধীনে গত ১২ অক্টোবর রাজ্যগুলিকে ঋণ দেওয়ার এই প্রকল্পটি ঘোষণা করা হয়। কেন্দ্রের বক্তব্য, রাজ্যগুলির মূলধন খরচের ক্ষমতা বাড়ানোর জন্যই এই বিশেষ ঋণ দেওয়া হচ্ছে। কেন্দ্রের রাজকোষের পরিস্থিতি শক্তিশালী না-হওয়া সত্ত্বেও। কারণ, রাজ্যের এই খরচই দীর্ঘমেয়াদে অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করতে। দেশ পা রাখতে পারবে বৃদ্ধির গণ্ডিতে। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, বিদ্যুৎ, সেচ-সহ বিভিন্ন খাতে তা খরচ করতে হবে।

রাজ্যের জন্য

Advertisement


• পুঁজি খরচ বাড়ানোর
জন্য রাজ্যগুলিকে বিশেষ ঋণ কেন্দ্রের।
• বিনা সুদে ঋণ। মোট অঙ্ক ১২,০০০ কোটি টাকা। মেয়াদ ৫০ বছর।
• খরচ করতে হবে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, জল সরবরাহ, সেচ,
বিদ্যুৎ, পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement