— প্রতিনিধিত্বমূলক ছবি।
গত কয়েক বছরে একের পর এক কৃষক বিক্ষোভের মুখোমুখি হয়েছে দেশ। লোকসভা ভোটে যার প্রভাব টের পেয়েছে মোদী সরকার। যে কারণে তৃতীয় দফায় তারা মসনদে ফেরার পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেও কৃষক সমাজ তাঁর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এ বার চাষের সুবিধার্থে ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডের (এআইএফ) পরিসর বাড়াতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যেমন যোগ্য কৃষি প্রকল্পগুলিকে তহবিলের আওতায় আনার কথা বলা হয়েছে, তেমনই নতুন প্রকল্পের দরজাও খুলেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে—
কেন্দ্রের দাবি, এআইএফ চালুর পর থেকে গুদাম, হিমঘর তৈরির হাত ধরে দেশে বাড়তি ৫ কোটি টন শস্য মজুত করা যাচ্ছে। এ দিনের সিদ্ধান্তে কৃষি ক্ষেত্রে লগ্নিতে উৎসাহ বাড়বে।