Farmers

কৃষিতে উৎসাহ দিতে সিদ্ধান্ত

আর এ বার চাষের সুবিধার্থে ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডের (এআইএফ) পরিসর বাড়াতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ০৯:০৪
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

গত কয়েক বছরে একের পর এক কৃষক বিক্ষোভের মুখোমুখি হয়েছে দেশ। লোকসভা ভোটে যার প্রভাব টের পেয়েছে মোদী সরকার। যে কারণে তৃতীয় দফায় তারা মসনদে ফেরার পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেও কৃষক সমাজ তাঁর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এ বার চাষের সুবিধার্থে ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো ফান্ডের (এআইএফ) পরিসর বাড়াতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যেমন যোগ্য কৃষি প্রকল্পগুলিকে তহবিলের আওতায় আনার কথা বলা হয়েছে, তেমনই নতুন প্রকল্পের দরজাও খুলেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে—

Advertisement
  • তহবিলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা যাতে কৃষি সম্পদ তৈরি করতে পারেন, সে জন্য প্রকল্পে সায় মিলবে। বাড়বে উৎপাদনশীলতা।
  • খাদ্যপ্রক্রিয়াকরণের দু’ধাপের সঙ্গেযুক্ত প্রকল্পগুলি এআইএফ-এর সুবিধা পাবে। তবে শুধু দ্বিতীয় ধাপের সঙ্গে যুক্ত প্রকল্প এর আওতায় আসবে না।
  • পিএম-কুসুমে চাষি, কৃষক গোষ্ঠী, কৃষি উৎপাদক সংগঠন, সমবায়, পঞ্চায়েত চাষের জমিতে বিকল্প বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে তারাও এআইএফের অধীনে আসবে।
  • ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেসের এনএবি সংরক্ষণ ট্রাস্টি কোম্পানির মাধ্যমে কৃষি পরিকাঠামো তহবিলে ঋণ গ্যারান্টির সুবিধা পাবে কৃষি উৎপাদক সংগঠনগুলিও।

কেন্দ্রের দাবি, এআইএফ চালুর পর থেকে গুদাম, হিমঘর তৈরির হাত ধরে দেশে বাড়তি ৫ কোটি টন শস্য মজুত করা যাচ্ছে। এ দিনের সিদ্ধান্তে কৃষি ক্ষেত্রে লগ্নিতে উৎসাহ বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement