আগামী অর্থবর্ষে অসমে খরচ হবে ৩৪২ কোটি। বঙ্গে সেখানে ১৫৬ কোটি টাকা। —ফাইল চিত্র।
কেন্দ্রীয় ‘বঞ্চনা’র ছায়া এ বার বঙ্গের চা বাগানেও? চলতি ও আগামী অর্থবর্ষে অসমের চা বাগান পাবে ৬৮৬ কোটি টাকা। পশ্চিমবঙ্গের বরাদ্দ সেখানে ৩১৩ কোটি!
চা পর্ষদের ৭০তম বার্ষিক রিপোর্টে শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় বরাদ্দের বছরভর খরচের যে তথ্য দেওয়া হয়েছে তাতে স্পষ্ট, অসমের অর্ধেকও পায়নি উত্তরবঙ্গ তথা এ রাজ্যের বাগানগুলি। ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোউৎসাহন যোজনায়’ পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে অসম ও বঙ্গের চা বলয়ে ১০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা হয় ২০২১-২২ সালের বাজেটে। কয়েক বছরে ধাপে ধাপে তা খরচ হবে শ্রমিকদের স্বাস্থ্য ও পরিবারের শিক্ষা, মৌলিক প্রয়োজনীয়তার খাতে।
চা পর্ষদের হিসাব অনুসারে, চলতি অর্থবর্ষে কেন্দ্র অসমে খরচ করছে প্রায় ৩৪৪ কোটি টাকা। এ রাজ্যে খরচ হয়েছে ১৫৭ কোটি। আগামী অর্থবর্ষে অসমে খরচ হবে ৩৪২ কোটি। বঙ্গে সেখানে ১৫৬ কোটি টাকা।
রাজ্যের আদিবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক বলেন, ‘‘এই বরাদ্দ সংবিধান না মেনে করা হয়েছে। অসমে বিজেপি সরকার এবং এ রাজ্য তৃণমূল সরকার থাকার জন্যই এই বৈষম্য।’’ তবে বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘‘অসমে চা বাগান রয়েছে প্রায় ৮০০। এ রাজ্যের থেকে অনেক বেশি। আমি তো মনে করি, এ রাজ্যের চা শ্রমিকদের উল্টে বেশি অনুপাতে বরাদ্দ দিয়েছে কেন্দ্র।’’
বুলু চিক বরাইকের পাল্টা বক্তব্য, ‘‘এ রাজ্যে আদিবাসী শ্রমিকের সংখ্যা অনেক বেশি। এখানে যেমন একশো দিন, আবাসের টাকা বন্ধ করা হয়েছে, তেমনই চা শ্রমিকদের বরাদ্দও বন্ধ করছে কেন্দ্রের সরকার।’’