NPS to UPS Transfer

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, এনপিএস থেকে যেতে পারবেন ইউপিএসে, কিন্তু কী ভাবে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস) থেকে সরে এসে ইউনিফায়েড পেনশন স্কিমে (ইউপিএস) লগ্নির সুযোগ দিচ্ছে পিএফআরডিএ। কী ভাবে করতে হবে আবেদন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৩০
Share:

—প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ন্যাশনাল পেনশন স্কিমের (এনপিএস) আওতাভুক্তরা সদ্য চালু হওয়া ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) বেছে নেওয়ার পাচ্ছেন সুযোগ। এ ব্যাপারে ‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি’ বা পিএফআরডিএর তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানেই রয়েছে এনপিএস থেকে ইউপিএসে পরিবর্তনের যাবতীয় নির্দেশিকা।

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই ন্যাশনাল পেনশন স্কিম থেকে ইউনিফায়েড পেনশন স্কিমে যেতে পারবেন। এর জন্য npscra.nsdl.co.in-এ লগ ইন করতে হবে তাঁদের। সেখানে ইউপিএসে তহবিলটিকে পরিবর্তনের বিকল্প খুঁজে পাবেন তাঁরা। সেটি বেছে নিয়ে আবেদন পাঠালে এনপিএসের লগ্নি বদলে যাবে ইউপিএসে।

এ ছাড়া পেনশন তহবিল বদলের জন্য সুনির্দিষ্ট ফর্ম রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেটি পূরণ করে সুনির্দিষ্ট দফতরে জমা করতে পারেন। এতে অবশ্য সময় সামান্য বেশি লাগবে। উল্লেখ্য, ইউপিএস শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু করা হয়েছে। ফলে রাজ্য সরকারি বা বেসরকারি সংস্থার কর্মীরা এর কোনও সুবিধা পাবেন না।

Advertisement

উল্লেখ্য, ইউনিফায়েড পেনশন প্রকল্প বেছে নিলে ১০ বা তার বেশি সময় ধরে কাজ করা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে নিশ্চিত পেনশন পাবেন। পাশাপাশি, ১০ থেকে ২৫ বছর ধরে চাকরি করা ব্যক্তিরা, অবসরের পর তাঁদের কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থ পেতে থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement