RBI New Banknotes

বিশেষ একটি জায়গায় আসছে বদল, বাজারে নতুন ১০ ও ৫০০ টাকা আনছে আরবিআই, কী হবে পুরনো নোটের?

১০০ ও ২০০ টাকার পর এ বার ১০ এবং ৫০০ টাকার নতুন নোট বাজারে আনছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। নতুন টাকায় কী কী বদল করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১১:২৮
Share:
Representative Picture

—প্রতীকী ছবি।

ফের বদলাচ্ছে ভারতীয় টাকা। এ বার ১০ এবং ৫০০ টাকার নতুন নোট বাজারে আনার কথা ঘোষণা করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। নতুন টাকার নকশায় অবশ্য কোনও বদল হচ্ছে না। তবে সেখানে থাকবে কেন্দ্রীয় ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মলহোত্রের স্বাক্ষর।

Advertisement

গত ৪ এপ্রিল, শুক্রবার, ১০ এবং ৫০০ টাকার নতুন নোট ইস্যু করার কথা ঘোষণা করে আরবিআই। ফের মহাত্মা গান্ধী সিরিজ়ের নোট ছাপাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে বর্তমানে এই দুই মূল্যের যে নোটগুলি বাজারে চালু রয়েছে, সেগুলির বৈধতা থাকছে। অর্থাৎ ওই নোটগুলির মাধ্যমে লেনদেন করতে পারবে আমজনতা।

উল্লেখ্য গত মাসে নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রর স্বাক্ষর সম্বলিত নতুন ১০০ এবং ২০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ওই দুই নোটের নকশাতেও কোনও বদল করছে না কেন্দ্রীয় ব্যাঙ্ক। এ ক্ষেত্রেও পুরনো নোটগুলি বাজারে চালু থাকবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।

Advertisement

গত বছরের ডিসেম্বর মাসে আরবিআইয়ের গভর্নর পদে দায়িত্বভার গ্রহণ করেন ৫৭ বছরের সঞ্জয় মলহোত্র। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বর্ধিত মেয়াদ শেষের পর সংশ্লিষ্ট পদ থেকে সরে যান তিনি। তার পরই অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয়কে আরবিআইয়ের ২৬ তম গভর্নরের গুরুদায়িত্ব দেয় নরেন্দ্র মোদী সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement