ডায়ার উলফ।
প্রস্তর যুগে নিশ্চিহ্ন, নেকড়ের বড়দা ডায়ার উলফ’দের পর্দায় দেখিয়েছিল গেম অব থ্রোনস সিরিজ়। এক সংস্থা দাবি করল, তাদের জিন-গবেষণা সফল— ডায়ার উলফ-এর পুনর্জন্ম হয়েছে। জিন কারিকুরিতে প্রতিরূপ গড়ে বিলুপ্তদের পুনর্জন্মের এই হল শুরু, ফিরবে ডোডো, তাসমানিয়ান টাইগারও! মানবকুলে কৌতূহল, অচিরে জানলাতে টি-রেক্স উঁকি দেবে? ইতিহাসের কোনও পর্যায়ে কি বিদ্বেষহীন হিংসাবিমুখ মানুষও ছিল? তাদের ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা করা যায়?