SAIL

বিলগ্নির তালিকায় ফের সেল

সেল-এ কেন্দ্রের অংশীদারি এখন ৭৫%।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৬
Share:

এ বার রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়ায় (সেল) নিজেদের হাতে থাকা অংশীদারির আরও ৫% বিক্রি করতে কোমর বেঁধেছে সরকার। তা করা হবে বাজারে শেয়ার ছেড়ে। কেন্দ্রের আশা, বর্তমানে সেল-এর শেয়ার দর অনুযায়ী, এর হাত ধরে রাজকোষে তোলা যাবে ১০০০ কোটি টাকা। উল্লেখ্য, শুক্রবার বাজার বন্ধের সময় বিএসই-তে সংস্থার একটি শেয়ারের দাম ছিল ৪৮.৬৫ টাকা।

Advertisement

সরকারের লগ্নি সংক্রান্ত দফতরের (ডিআইপিএএম) এক আধিকারিক এবং ইস্পাত মন্ত্রক সূত্রের খবর, সেল-এর শেয়ার বিক্রির জন্য সিঙ্গাপুর ও হংকংয়ে রোড-শোর পরিকল্পনাও করা হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের ধাক্কায় হংকংয়ের রোড-শো আপাতত বাতিল হতে পারে।

সেল-এ কেন্দ্রের অংশীদারি এখন ৭৫%। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে নিজেদের হাতে থাকা শেয়ারের ৫% বেচেছিল তারা। সংশ্লিষ্ট এক আধিকারিক বলেন, ‘‘বাজারে ফের শেয়ার ছেড়ে সেল-এর ৫% বিক্রি করতে চাইছি আমরা। তবে তার আগে রোড-শো করে লগ্নিকারীদের চাহিদা অনুমানের চেষ্টা হবে।’’ চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ থেকে সরকারের আয়ের সংশোধিত লক্ষ্য ৬৫,০০০ কোটি টাকা। যদিও এখনও পর্যন্ত এই খাতে ঘরে এসেছে ৩৪,০০০ কোটি। সূত্রের ইঙ্গিত, লক্ষ্য পূরণে মার্চের মধ্যে সেল-এর শেয়ার লেনদেন সারার চেষ্টা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement