—ছবি পিটিআই।
প্রথম দফায় ক্ষমতার আসার পর থেকেই মোদী সরকার ধারাবাহিক ভাবে নানা সমস্যা মেটানোর কাজ করেছে বলে দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করা নিয়ে রবিবার এক সভায় যোগ দেন তিনি। সেখানে নির্মলা বলেন, ২০১৪-১৬ সালে বহুবার বলা হয়েছে যে, সরকার অনেক সংস্কার করতে চাইলেও তা করে উঠতে পারেনি। সেটা তিনি মেনেও নিচ্ছেন। তবে নির্মলার কথায়, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান পুরনো ব্যবস্থা বজায় রেখে ধাপে ধাপে তার পরিবর্তন আনা নয়, বরং সত্যিকারের বদল আসুক। যাতে একাধারে পুরো ব্যবস্থা পরিষ্কার হয়, কিন্তু কারও মনে ক্ষোভ তৈরি না-হয়।
মোদীর বক্তব্য তুলে ধরে নির্মলা বলেন, সরকারের অভাব বা চাপ কাম্য নয়। বরং তাদের প্রভাব থাকুক। যে কোনও প্রয়োজনে যাতে কেন্দ্রকে পাওয়া যায়, তা-ই নজরে রাখতে চান তাঁরা। লক্ষ্য, যেখানে নীতি নেই, সেখানে তা তৈরির পথে হাঁটাও। এই প্রসঙ্গে দেউলিয়া আইনের কথা টেনে অর্থমন্ত্রী বলেন, সংস্থা বন্ধ করা বা গোটানো এর লক্ষ্য নয়। পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে তা ঘুরিয়ে দাঁড় করানোই উদ্দেশ্য। যাঁদের জন্য সংস্থা দেউলিয়া হয়েছে তাঁরা যাতে ফিরতে না-পারেন, তা-ও নিশ্চিত করতে চাওয়া হয়েছে। শুধু মোদীর প্রথম দফা নয়, দ্বিতীয় দফাতেও এ ভাবেই কাজ করতে চান বলেও জানান অর্থমন্ত্রী।