পেনশন প্রাপকদের জন্য ব্যবস্থা

পেনশন প্রাপকদের নির্দিষ্ট সময়ে এসএমএস অথবা ই-মেলের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা মনে করাতে হবে ব্যাঙ্কগুলিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০৮:৩৬
Share:

প্রতীকী ছবি।

পেনশন চালু রাখার জন্য প্রতি বছর পেনশন প্রাপকের লাইফ সার্টিফিকেট যাতে যথা সময়ে জমা পড়ে, তা নিশ্চিত করতে পদক্ষেপ করল কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রের পেনশন বিষয়ক বিভাগ বিজ্ঞপ্তিতে বলেছে, পেনশন প্রাপকদের নির্দিষ্ট সময়ে এসএমএস অথবা ই-মেলের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা মনে করাতে হবে ব্যাঙ্কগুলিকে। প্রতি বছর ২৪ অক্টোবর এবং ১, ১৫ ও ২৫ নভেম্বর তা পাঠাতে হবে। সার্টিফিকেট জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

Advertisement

যাঁরা এসএমএস বা ই-মেল পাঠানো সত্ত্বেও লাইফ সার্টিফিকেট দেবেন না, তাঁদের কাছে ব্যাঙ্কগুলিকে একই পদ্ধতিতে জানতে চাইতে হবে যে ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাঙ্কের কর্মীকে ডাকতে চান কি না। যদি চান, তা হলে পেনশন প্রাপকের বাড়ি গিয়ে লাইফ সার্টিফিকেট নিয়ে আসার ব্যবস্থা করতে হবে ব্যাঙ্ককে। এ জন্য ফি দিতে হবে গ্রাহককে। তবে তা কোনও ক্ষেত্রেই ৬০ টাকার বেশি হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কত জন গ্রাহক লাইফ সার্টিফিকেট জমা দেননি, তার সংখ্যা জানিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কেন্দ্রীয় পেনশন প্রক্রিয়াকরণ সেলকে রিপোর্ট জমা দিতে হবে পেনশন বিভাগে। যাঁরা সার্টিফিকেট দিয়েছেন, তাঁদের কত জন সশরীরে ব্যাঙ্কে এসে ও কত জন ডিজিটাল ব্যবস্থায়, তা-ও জানাতে হবে। রিপোর্ট জমা দিতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement