ছবি: সংগৃহীত
নেট লেনদেনে ক্রেতা সুরক্ষায় জোর দিতে নিয়মে সংশোধনী আনার প্রস্তাব করেছে কেন্দ্র। যার আওতায় ই-কমার্স সাইটে বেআইনি ভাবে হওয়া ফ্ল্যাশ সেল (খুব কম সময়ের জন্য পণ্য বিক্রি) বন্ধের কথা বলা হয়েছে। যা নিয়ে বিভ্রান্তির মধ্যে মঙ্গলবার সরকার জানাল, নেট বিক্রেতাদের চিন্তার কারণ নেই। তাদের কাছ থেকে সব ধরনের ফ্ল্যাশ সেলের তথ্য চাওয়া হবে না। বরং ক্রেতার অভিযোগের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সব পক্ষের মত পেলে প্রস্তাবে আরও বদল আনা হতে পারে বলেও জানিয়েছে সরকার।
আজ ক্রেতা সুরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারে বলেন, সরকার ফ্ল্যাশ সেলের সব তথ্য চাইবে না। বরং তাঁরা চান যাতে বেশি সংখ্যক ক্রেতা কম দামের সুবিধা পান। কিন্তু কেউ যদি অভিযোগ করতে চান, তা হলে যাতে সেই সুযোগ থাকে, এই নিয়ম এনে সেটাই নিশ্চিত করতে চায় সরকার। সে ক্ষেত্রে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের সামনেও নিজে থেকে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি, নেটে পণ্য বিক্রি নিয়ন্ত্রণের কোনও পরিকল্পনাও কেন্দ্রের নেই বলে বিক্রেতাদের আশ্বস্ত করেছেন তিনি।
কেন্দ্রের এই খসড়া প্রস্তাবে মঙ্গলবার সন্তোষ প্রকাশ করেছে ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। তাদের দাবি, এতে বিদেশি লগ্নিতে চলা ই-কমার্স সংস্থাগুলির পক্ষে আইন ফাঁকি দিয়ে ব্যবসা করা কঠিন হবে। উল্লেখ্য, এর আগেই ভারতে বিশেষত অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো সংস্থার ব্যবসার ধরন নিয়ে আপত্তি তুলেছে সিএআইটি। তারা দেশে প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতি ভাঙছে বলে তোপ দেগেছে সংগঠনটি। তাদের অভিযোগ, এতে ক্ষতি হচ্ছে খুচরো ব্যবসায়ীদের। এদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রকে আর্জিও জানিয়েছিল তারা।