ব্যাঙ্ক অব বরোদার (বিওবি) অ্যাকাউন্ট থেকে হংকঙে বেআইনি ভাবে ৬,০০০ কোটি টাকা পাঠানোর কেলেঙ্কারি ফাঁস হয়েছে দু’দিন আগেই। মঙ্গলবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিল্লিতে বিওবি-র অশোক বিহার শাখার এজিএম এস কে গর্গ এবং বিদেশি মুদ্রা বিভাগের প্রধান জয়নিশ দুবে-কে গ্রেফতার করল সিবিআই। দুর্নীতি দমন আইনের আওতায় অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে ধরা হয়েছে তাঁদের।
একই কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে আরও চার জনকে। যার মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের বিদেশি মুদ্রা বিভাগের এক কর্মীও।
সিবিআই প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, বিওবি-তে কারেন্ট অ্যাকাউন্ট আছে এমন ৫৯ জন এবং কিছু ব্যাঙ্ক আধিকারিক নিয়ম ভেঙে এই ষড়যন্ত্রে সামিল। টাকা পাঠানো হয় ভুয়ো আমদানির বিল মেটানোর অছিলায়। এবং একলপ্তে এক লাখের কম পরিমাণে প্রায় ৮ হাজারটি লেনদেন মারফত। যাতে বেআইনি লেনদেন রোখার জন্য ব্যাঙ্কের সতর্কীকরণ সফটওয়্যারে তা ধরা না-পড়ে। ইডি সূত্রের দাবি, এই তহবিল নয়ছয়ে ধৃত সকলেই অন্তত ১৫টি ভুয়ো সংস্থার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।
এ দিকে, এই দিনই বিওবি-র এমডি-সিইও পদে এসেছেন পি এস জয়কুমার। তিনি জানান, কী ভাবে সকলের চোখ এড়িয়ে ঘটনাটি ঘটল, তা খুঁজে বার করতে শীঘ্রই বাইরের অ্যাকাউন্টিং সংস্থা নিয়োগ করা হবে।