টাকা দিলেই ছাড় নয় নয়া আইনে

উল্লেখ্য, আয়কর আইনে অভিযুক্ত ব্যক্তিকে জেলে পাঠাতে মামলা করতে পারে আয়কর দফতর। কিছু ক্ষেত্রে রেহাই দিতে পারে তারা। সেই ব্যবস্থাকে বলে কম্পাউন্ডিং অব অফেন্সেস।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০১:০০
Share:

কর ফাঁকি দিলেও আয়কর আইনে বিশেষ কিছু ক্ষেত্রে বকেয়া কর ও মোটা জরিমানা দিলে জেলে যাওয়া থেকে অভিযুক্ত ব্যক্তিকে রেহাই দিতে পারে আয়কর দফতর। এ বার কোন ক্ষেত্রে রেহাই (কম্পাউন্ডিং অব অফেন্সেস) পাওয়া যাবে না, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করল প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। নির্দেশিকা অনুসারে, আর্থিক দুর্নীতি, সন্ত্রাসবাদী কাজে টাকা ঢালা, বেনামি সম্পত্তির মালিক হওয়া, বেআইনি ভাবে বিদেশি মুদ্রা রাখা-সহ কিছু ক্ষেত্রে টাকা দিয়ে জেলে যাওয়া থেকে রেহাইয়ের সুবিধা মিলবে না। ওই নির্দেশিকা ১৯৬১ সালের আয়কর আইনের অঙ্গ হিসেবে কার্যকর হবে।

Advertisement

উল্লেখ্য, আয়কর আইনে অভিযুক্ত ব্যক্তিকে জেলে পাঠাতে মামলা করতে পারে আয়কর দফতর। কিছু ক্ষেত্রে রেহাই দিতে পারে তারা। সেই ব্যবস্থাকে বলে কম্পাউন্ডিং অব অফেন্সেস। নির্দেশিকা জারির সময় সিবিডিটি বলেছে, এই সুবিধা পাওয়ার বিষয়টি অধিকার হিসেবে বিবেচিত হতে পারে না। অপরাধের গুরুত্ব বিবেচনা করে ওই সুবিধা দিতে পারে দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement