নেট বাজারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রবিবার নয়াদিল্লিতে সম্মেলন ছিল সিএআইটি-র। সেখানে ঠিক হয়, ১৩ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা আন্দোলন চালাবে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০১:৩৪
Share:

প্রতীকী ছবি।

অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ বিভিন্ন ই-কমার্স সংস্থার বিরুদ্ধে আগামী বুধবার থেকে একগুচ্ছ প্রতিবাদ-আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে রবিবার হুঁশিয়ারি দিল ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। তাদের অভিযোগ, ভারতের প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) নিয়ম ভেঙে যে ভাবে ব্যবসা করছে ওই সব সংস্থা, তা মেনে নেওয়ার প্রশ্নই নেই।

Advertisement

রবিবার নয়াদিল্লিতে সম্মেলন ছিল সিএআইটি-র। সেখানে ঠিক হয়, ১৩ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা আন্দোলন চালাবে তারা। ২০ নভেম্বর হবে জাতীয় প্রতিবাদ দিবস। ৫০০টিরও বেশি শহরে চলবে ধর্না। সংগঠনের আশা, প্রায় ৫ লক্ষ ব্যবসায়ী এই আন্দোলনে যোগ দেবেন।

বহু দিন ধরেই ই-কমার্স সংস্থাগুলি সম্পর্কে ক্ষোভ উগরে দিচ্ছেন ইট-কাঠ-পাথরের দোকান চালানো ব্যবসায়ীরা। অভিযোগ তুলছেন, ক্রেতা টানার জন্য নিয়ম না মেনে ব্যবসা করছে ওই সব সংস্থা। ভুগছেন সাধারণ ব্যবসায়ী। আজও সিএআইটি-র দাবি, এফডিআই নীতির তোয়াক্কা না করে বেআইনি ভাবে ব্যবসা করছে সংস্থাগুলি। ঠিক হয়েছে, বিষয়টি সংসদে আলোচনার জন্য সাংসদদের আর্জি জানানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement