ডানকানের সঙ্কটজনক ছ’টি বাগানের পরিচালন ভার হস্তান্তরের জন্য আগেই আগ্রহপত্র চেয়েছিল টি বোর্ড। কিন্তু সেখানে আগ্রহীদের আর্থিক অবস্থার কোনও শর্ত ছিল না। এ বার আগ্রহীদের জন্য বার্ষিক ব্যবসা ও কার্যকরী মূলধনের ন্যূনতম অঙ্ক বেঁধে দিয়ে সেই শর্ত জুড়ে দিল বোর্ড।
বোর্ড জানিয়েছে, বাগানের পরিচালন ভার নিতে আগ্রহী ব্যক্তি বা সংস্থার বার্ষিক ব্যবসা ৩.৫ কোটি টাকার কম হলে চলবে না। কার্যকরী মূলধন হতে হবে অন্তত ১.৫ কোটি টাকা। এ সবের নথিপত্র জমা দিতে হবে। কেউ একটির বেশি বাগানের ভার চাইলে, অতিরিক্ত বাগানের জন্য এ ছাড়াও বার্ষিক ব্যবসার পরিমাণ ২ কোটি টাকা ও কার্যকরী মূলধন ১ কোটি বাড়তি না-থাকলে চলবে না।
বোর্ড এই শর্ত আরোপের কারণ স্পষ্ট না করলেও, সংশ্লিষ্ট মহলের মতে, আর্থিক জোর আছে, এমন ব্যক্তি বা সংস্থার হাতেই বাগানের ভার দিতে চায় তারা। কারণ, বাগান কিনেও পরে আর্থিক সমস্যার দোহাই দিয়ে তা চালাতে না-পারার উদাহরণ চা শিল্পে কম নেই। ডানকান গোষ্ঠীর বাগানগুলি এমনিতেই সঙ্কটজনক। এর উপর আর্থিক জোর না-থাকা সত্ত্বেও সেগুলির ভার নিলে তারা ফের মুখ থুবড়ে পড়তে পারে। তাই আর্থিক শর্তের উপর জোর দিচ্ছে টি বোর্ড।
বাগান পরিচালনায় দক্ষতার বিচার করতে ‘পারফর্ম্যান্স সিকিউরিটি’ বাবদ আরও ১.৫ কোটি ব্যাঙ্ক-গ্যারান্টি হিসেবে জমা রাখার শর্ত দিয়েছে বোর্ড। জানিয়েছে, পরিচালনায় গাফিলতি বা অনিয়ম দেখলে সংস্থাকে বাতিল করার পাশাপাশি ওই টাকা নিয়ে নেওয়া হবে। তবে পরিচালনা সন্তোষজনক হলে পরে তা ফিরিয়েও দেওয়া হবে।