Budget

ইলেকট্রিক গাড়ির উপর জোর, জিএসটি কমে দাঁড়াল ৫ শতাংশে

  গতকাল আর্থিক সমীক্ষা পেশ করার সময় নির্মলা বলেন, আমাদের দেশকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহারের উপর অবশ্যই জোর দেওয়া উচিত কারণ ভবিষ্যত পরিবহণ ব্যবস্থা নির্ভর করছে ইলেকট্রনিক যানবাহনের উপরই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ১৯:৩৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে ঘোষণা করলেন ইলেকট্রিক গাড়িতে জিএসটি ১২% থেকে কমে ৫% হবে। ইলেকট্রিক গাড়ির বিক্রির উপর জোর দিতে ঋণের উপর প্রদেয় সুদে দেড় লক্ষ টাকা অবধি অতিরিক্ত আয়কর ছাড়ও দেবে সরকার।

Advertisement

২০১৯-২০২০ সালের বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা বলেন, “ইতিমধ্যেই সরকার ১ এপ্রিল থেকে ‘ফেম ২’ স্কিমে ১০,০০০ কোটি টাকা ধার্য করেছে । এটি ইলেকট্রিক যানবাহনের ব্যবহার ও বিক্রি বাড়াতে অনুপ্রেরণা দেবে। অর্থমন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয় যে, জাতীয় সড়ক কর্মসূচিতে ব্যাপক পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। ন্যাশনাল হাইওয়ে গ্রিডের বহন ক্ষমতাও বৃদ্ধি করা হবে।

গতকাল আর্থিক সমীক্ষা পেশ করার সময় নির্মলা বলেন, আমাদের দেশকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহারের উপর অবশ্যই জোর দেওয়া উচিত কারণ ভবিষ্যত পরিবহণ ব্যবস্থা নির্ভর করছে ইলেকট্রনিক যানবাহনের উপরই। গ্রাহকদের কাছে ইলেকট্রিক যানবাহনের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আবশ্যিক হল বর্তমান নীতির পর্যালোচনা করা, যা গাড়ির মালিকানায় ও রক্ষণাবেক্ষণের খরচ কমাতে সাহায্য করবে।

Advertisement

পরিবেশবান্ধব গাড়ির জন্য বাজেট। গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: বাজেটের দিনই নতুন চেহারায় বাজারে এল এক্সইউভি ৩০০

বাজেটে লক্ষণীয় বিষয় গুলি হল-

• ফেম ইন্ডিয়া স্কিমের প্রথম পর্বে সরকার ২.৭৮ লক্ষ ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের বিক্রির বৃদ্ধিতে জোর দিয়েছেন।

• দ্বিতীয় পর্ব মূলত পাবলিক ও শেয়ার পরিবহণে বৈদ্যুতিকরণের উপর জোর দিয়েছেন।

• দ্বিতীয় পর্বের মূল লক্ষ্য হল ৫৫ হাজার বৈদ্যুতিক চারচাকার যানবাহন এবং ১০ লক্ষ দু-চার যানবাহনের বিক্রি ও ব্যবহার বৃদ্ধি।

ইলেকট্রিক যানবাহন নির্মাতাদের সোসাইটির পরিচালক সহিন্দর গিল বলেন, ‘২০১৯-২০ বাজেটে ইলেকট্রিক যানবাহনের উপর সরকারের জোর দেওয়ায় এটি গ্রাহক ও ইলেকট্রিক যানবাহন নির্মাতা- দুই পক্ষকেই খুশি করেছে। বাজেটে জিএসটি হার কমানো ও আয়করে ছাড় একদিকে যেমন গ্রাহকদের ইলেকট্রিক গাড়ি কিনতে আরও উৎসাহী করবে, তেমনই চাহিদা বৃদ্ধির ফলে ইলেকট্রিক যানবাহনের প্রস্তুতকারক সংস্থার পরিমাণও বৃদ্ধি পাবে।’

এই পরিবর্তনে ভারত ভবিষ্যতে ইলেকট্রিক যানবাহনের ‘হাব’ হিসেবে রূপান্তরিত হতে পারে ভারত— আশাবাদী সকল ইলেকট্রিক যানবাহন নির্মাতাই।

আরও পড়ুন: অভ্যাস বদলের তত্ত্বেই নীতি তৈরির মন্ত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement