প্রতীকী চিত্র।
ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এবার ভয়েস কলের জন্য গ্রাহকদের টাকা দেবে! সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি পাঁচ মিনিট ভয়েস কলের জন্য গ্রাহকরা পাবেন ছ’ পয়সা।
সংস্থার তরফে এই অফার দেওয়া হচ্ছে ল্যান্ডলাইন, ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত ল্যান্ড লাইন ও এফটিটিএইচ (উন্নত প্রযুক্তির ইন্টারনেট ও ভয়েস কল পরিষেবা)-র গ্রাহকদের। সে ক্ষেত্রে গ্রাহকদের এই টাকা ক্যাশব্যাক হিসেবে বিলের সঙ্গে ‘অ্যাডজাস্ট’ করা হবে।
ফ্রিতে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে পথ চলা শুরু করলেও এখন জিয়ো গ্রাহকদের অন্য সার্ভিস প্রোভাইডারের নম্বরে ফোন করলে প্রতি মিনিটে ৬ পয়সা গুনতে হচ্ছে। এতে বহু গ্রাহকই অসন্তুষ্ট। এমনকি কেউ কেউ তাঁদের নম্বর অন্য সার্ভিস প্রোভাইডারে পোর্ট করার কথাও ভাবছেন।
আরও পড়ুন: মাস কাটত ২১ টাকায়, ইনি অনুদান পাচ্ছেন ৮০ লক্ষ টাকা
এই পরিস্থিতিতে বিএসএনএলের নতুনপদক্ষেপতাদের গ্রাহক বাড়াতে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন সংস্থার কর্তারা। বিএসএনএলের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এমন আরও অনেক আকর্ষণীয় অফার, প্ল্যান আনা হবে।
আরও পড়ুন: নতুনের কাছে ভালবাসা প্রমাণে প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুনের চেষ্টা কিশোরের
সম্প্রতি বিএসএনএল ও এমটিএনএলের সংযুক্তিকরণে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে দুই সংস্থার জন্য ৪জি স্পেকট্রাম বরাদ্দের ব্যবস্থাও হচ্ছে। ফলে বিএসএনএল কর্মীদের আশা সব মিলিয়ে ঘুরে দাঁড়াবে সংস্থা।