BSNL

নজরে ব্রডব্যান্ড, এ বার অভিনব ওয়াইফাই রোমিং পরিষেবা আনল বিএসএনএল

নজর ব্রডব্যান্ডের (অপটিক্যাল ফাইবার) বাজারে দখল বৃদ্ধি। সেই লক্ষ্যে দেশের যে কোনও প্রান্তে গ্রাহকের নিজের মোডেম ও সংযোগ ব্যবহার করে নেট পরিষেবা দেওয়ার সুবিধা আনল সংস্থাটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৮:১৬
Share:

এ বার বিএসএনএলের নজর ব্রডব্যান্ডের (অপটিক্যাল ফাইবার) বাজারে দখল বৃদ্ধি। —প্রতীকী চিত্র।

মোবাইল সংযোগ বাড়ানোর দৌড়ে প্রতিযোগীদের ইতিমধ্যেই চ্যালেঞ্জের মুখে ফেলছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। এ বার তাদের নজর ব্রডব্যান্ডের (অপটিক্যাল ফাইবার) বাজারে দখল বৃদ্ধি। সেই লক্ষ্যে দেশের যে কোনও প্রান্তে গ্রাহকের নিজের মোডেম ও সংযোগ ব্যবহার করে নেট পরিষেবা দেওয়ার সুবিধা আনল সংস্থাটি। অর্থাৎ, মোবাইলে যে রকম রোমিং পরিষেবা মেলে, এটাও সে রকম ওয়াইফাই রোমিং। অক্টোবরে এর সূচনা করেন টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নভেম্বরে তা চালু হয়েছে কলকাতা সার্কল-সহ সারা দেশে।

Advertisement

এই পরিষেবার অধীনে সংস্থার ব্রডব্যান্ড (অপটিক্যাল ফাইবার) গ্রাহক তাঁর বাড়ির মোডেমকে ওয়াইফাই রোমিং-এর সুবিধার জন্য ছাড়পত্র দিলে, দেশের যে কোনও জায়গায় অন্য গ্রাহকের একই সুবিধাযুক্ত মোডম ব্যবহার করে নেট পরিষেবা পাবেন। এতে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে সংস্থার দাবি। এ জন্য সংস্থার পোর্টালে আবেদন করতে হবে। ডিসেম্বর পর্যন্ত সংযোগের ক্ষেত্রে থাকছে কিছু সুবিধাও।

বিএসএনএলের কলকাতা সার্কলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশ চন্দ্র টিকাদার বলেন, ‘‘ধরা যাক, ওয়াইফাই রোমিং-এ কেউ নিজের মোডেমকে এই ছাড়পত্র দিয়েছেন। তা হলে কাশ্মীর বা আন্দামান বেড়াতে গেলে তিনি সেখানকার অন্য গ্রাহকের এ রকম ছাড়পত্র দেওয়া মোডেমকে ব্যবহার করে নেট পরিষেবা নিতে পারবেন।’’ তাঁর দাবি, বিএসএনএল-ই প্রথম সংস্থা, যারা দেশে এই সুযোগ দিচ্ছে। ইতিমধ্যেই পরিষেবা চালুর প্রথম ১৫ দিনে দেশে প্রায় ৭৪,০০০ এবং কলকাতা সার্কলকে প্রায় ৮০০ গ্রাহক এ জন্য আবেদন করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement