ডাক রিলে অনশন, ধর্মঘটের

১০টি কর্মী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের যুক্ত মঞ্চ অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন্স অব বিএসএনএল (এইউএবি) ২০-২২ নভেম্বর দেশ জুড়ে সংস্থার সদর দফতর, সার্কল ও আঞ্চলিক অফিসে রিলে অনশনের ডাক দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ০৫:০৩
Share:

প্রতীকী ছবি।

বিএসএনএলে স্বেচ্ছাবসরের (ভিআরএস) প্রস্তাবের সংখ্যা শনিবার ৭৯,০০০ ছাড়িয়েছে বলে সংস্থা সূত্রের খবর। যদিও এখনও অক্টোবরের বেতন পাননি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির কর্মী-আধিকারিকেরা। সংস্থার অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া ১০ মাস। এই অবস্থায় অবিলম্বে বেতন-সহ একগুচ্ছ দাবিতে আগামী সপ্তাহে অস্থায়ী কর্মীদের পাশাপাশি আন্দোলনে নামছেন বিএসএনএলের স্থায়ী কর্মী ও আধিকারিকেরাও।

Advertisement

১০টি কর্মী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের যুক্ত মঞ্চ অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন্স অব বিএসএনএল (এইউএবি) ২০-২২ নভেম্বর দেশ জুড়ে সংস্থার সদর দফতর, সার্কল ও আঞ্চলিক অফিসে রিলে অনশনের ডাক দিয়েছে। সংগঠনটির রাজ্যের আহ্বায়ক অনিমেষ মিত্র এ দিন জানান, পাশাপাশি এ রাজ্যে ১৯ নভেম্বর ধর্মঘট করবেন দীর্ঘ দিন বেতন না পাওয়া অস্থায়ী ও ঠিকা কর্মীরা।

বেতন ছাড়াও এইউএবি-র দাবিগুলির মধ্যে অন্যতম হল— ভিআরএসের পরে সংস্থা পরিচালনার রূপরেখা প্রকাশ, দ্রুত ৪জি পরিষেবা চালু করা, স্বেচ্ছাবসর নিয়ে কয়েকটি ক্ষেত্রে সংশয় দূর করা, অবসরের বয়স ৬০ বছরের কম না-করা ইত্যাদি।

Advertisement

উল্লেখ্য, যাঁরা ভিআরএসের প্রস্তাব জমা দিয়েছেন, তাঁদের প্রাপ্য অবসরকালীন সুবিধার হিসেব-নিকেশগুলি দ্রুত সারতে সম্প্রতি নির্দেশ দিয়েছেন বিএসএনএলের সিএমডি পি কে পুরওয়ার। সুষ্ঠু ভাবে পুরো বিষয়টি রূপায়ণের জন্য বিভিন্ন স্তরে কমিটিও গড়তে বলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement