BSE SENSEX

এক লাফে ১৩৩১, ফের ৮০ হাজারে বাজার

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, জাপানের মুদ্রা ইয়েন-এর স্থিতিশীল হওয়া বিশ্ব বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। পাশাপাশি খুচরো কেনাকাটা বেড়েছে আমেরিকায়। খুচরো মূল্যবৃদ্ধিও মাথা নামিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ০৮:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

আমেরিকা আর্থিক মন্দায় আক্রান্ত হতে পারে, এই আশঙ্কায় মুষড়ে পড়েছিল বিশ্বের শেয়ার বাজার। সুদ কমবে না, এই সন্দেহও মাথাচাড়া দেয়। ফলে বিভিন্ন দেশের সূচকের মতো পতনের মুখে পড়ে ভারতের সেনসেক্স, নিফ্‌টি। শুক্রবার সেই মন্দার আশঙ্কা কিছুটা ফিকে হতেই বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে লাফ দিল তারা। সেনসেক্স ১৩৩০.৯৬ পয়েন্ট (১.৬৮%) উঠে ফের পা রাখল ৮০ হাজারের ঘরে। থামল ৮০,৪৩৬.৮৪ অঙ্কে। লগ্নিকারীদের শেয়ার সম্পদ বাড়ল ৭.৩০ লক্ষ কোটি টাকা। আর নিফ্‌টি দিন শেষ করল ২৪,৫৪১.১৫-এ। উত্থান ৩৯৭.৪০ (১.৬৫%)। আমেরিকায় ব্যবসা করে যে সব তথ্যপ্রযুক্তি সংস্থা, এ দিন তাদের শেয়ার দর বিপুল বেড়েছে।

Advertisement

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, জাপানের মুদ্রা ইয়েন-এর স্থিতিশীল হওয়া বিশ্ব বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। পাশাপাশি খুচরো কেনাকাটা বেড়েছে আমেরিকায়। খুচরো মূল্যবৃদ্ধিও মাথা নামিয়েছে। কমেছে সাপ্তাহিক বেকারত্ব ভাতার দাবি। ফলে সে দেশের শীর্ষ ব্যাঙ্ক এ বার সুদ কমাতে পারে বলে মনে করা হচ্ছে। এই সব কিছু সে দেশে মন্দার আশঙ্কা কমিয়েছে। তাই এ দিন বিশ্ব জুড়ে অধিকাংশ বাজার চাঙ্গা ছিল। তার উপর ভারতেও খুচরো মূল্যবৃদ্ধির হার নামায় সুদ কমানোর পথ চওড়া হয়েছে। তাই এতটা উঠেছে বাজার।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখের মতে,
‘‘এখন একগুচ্ছ ভাল খবর রয়েছে। তার ছাপ পড়ছে বাজারে। তবে সেটা কতটা ধরে রাখা যাবে, তা নিশ্চিত নয়। ফলে যে কোনও সময় ফের সংশোধন আসতে পারে। বাজারের প্রতিটি পতনে ভাল শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement