BSE Sensex

এই প্রথম ৭৬,০০০ ছুঁয়ে নামল অস্থির সেনসেক্স

এই প্রথম পেরিয়ে গেল ৭৬,০০০-এর গণ্ডি। লেনদেনের মাঝে ৫৯৯.২৯ উঠে পৌঁছল ৭৬,০০৯.৬৮-তে। নিফ্‌টি-ও সর্বকালীন উচ্চতা ২৩,১১০.৮০ ছুঁয়ে দিনের শেষে পড়েছে ২৪.২৫। থিতু হয়েছে ২২,৯৩২.৪৫-এ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ০৮:০১
Share:

—প্রতীকী চিত্র।

অস্থির ওঠানামা বহাল রইল দিনভর। সোমবার সেনসেক্স সারা দিনে নামল প্রায় ৮৩৫। থামল আগের দিনের থেকে ১৯.৮৯ পয়েন্ট পড়ে ৭৫,৩৯০.৫০ অঙ্কে। তবু নজির গড়ল সূচক। এই প্রথম পেরিয়ে গেল ৭৬,০০০-এর গণ্ডি। লেনদেনের মাঝে ৫৯৯.২৯ উঠে পৌঁছল ৭৬,০০৯.৬৮-তে। নিফ্‌টি-ও সর্বকালীন উচ্চতা ২৩,১১০.৮০ ছুঁয়ে দিনের শেষে পড়েছে ২৪.২৫। থিতু হয়েছে ২২,৯৩২.৪৫-এ। বিশেষজ্ঞদের দাবি, দেশে লোকসভা ভোটের ফল বেরোতে আর হাতে গোনা কয়েক দিন রয়েছে। তাই বাজার অস্থির। এ দিন বহু লগ্নিকারী হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তুলে নিতে থাকেন লেনদেন বন্ধ হওয়ার আগের মাত্র ৩০ মিনিটের মধ্যে। ফলে রেকর্ড গড়েও পতন হয় বাজারে।

Advertisement

এর আগে সেনসেক্স ৬ মার্চ ৭৪,০০০-এ পৌঁছেছিল। ৯ এপ্রিল প্রথমবার পা রাখে ৭৫,০০০-এ। এ বার ছুঁয়ে এল ৭৬,০০০।

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘হালে শেয়ারের দাম অনেকটা বেড়েছে। তাই দিনের শেষে দ্রুত তা বিক্রি করে মুনাফা ঘরে তোলার হিড়িক পড়ে লগ্নিকারীদের মধ্যে। বাজারে কোনও নেতিবাচক বিষয় নেই। তবে ভোটের ফল নিয়ে অনিশ্চয়তার জেরে কিছু অস্থিরতা আপাতত থাকবে। ফলে সূচকের ওঠানামাও দেখা যাবে বলেই মনে হয়।’’ আর এক বিশেষজ্ঞ কমল পারেখ বলছেন, দেশের বিভিন্ন সংস্থা গত অর্থবর্ষে আর্থিক ফল খারাপ করেনি। তবে তাদের অনেকগুলিরই শেয়ারের দাম আর হিসাবের খাতার সামঞ্জস্য নেই। শেয়ার দর বেড়ে যেখানে পৌঁছেছে, তার সঙ্গে আয় এবং মুনাফার যুক্তিসম্মত মিল পাওয়া যাচ্ছে না। সেই কারণেই বাজারে এখন ঝুঁকি আগের থেকে অনেকটা বেড়েছে। ফলে লগ্নি করলেও অনেকে সুযোগ পেলেই মুনাফা তুলে নিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement