টুকরো খবর

ভারতীয় চা সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করল কেন্দ্র। সম্প্রতি অ-সরকারি সংস্থা গ্রিনপিস-এর একটি রিপোর্টকে নস্যাৎ করে আজ এই দাবি জানালেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন। আইন মেনেই দেশে চা উৎপাদনের ক্ষেত্রে সব রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয় বলে এ দিন নিজের টুইটে দাবি করেন তিনি। উল্লেখ করেন গ্রিনপিসের অভিযোগের ভিত্তিতে করা টি বোর্ডের নমুনা সমীক্ষার কথা। যেখানে টি বোর্ড দাবি করেছে, আইন মেনে ও চা পানকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি হয় ভারতীয় চা।

Advertisement
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ০৩:১৩
Share:

ভারতীয় চা সম্পূর্ণ নিরাপদ, দাবি কেন্দ্রের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

Advertisement

ভারতীয় চা সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করল কেন্দ্র। সম্প্রতি অ-সরকারি সংস্থা গ্রিনপিস-এর একটি রিপোর্টকে নস্যাৎ করে আজ এই দাবি জানালেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন। আইন মেনেই দেশে চা উৎপাদনের ক্ষেত্রে সব রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয় বলে এ দিন নিজের টুইটে দাবি করেন তিনি। উল্লেখ করেন গ্রিনপিসের অভিযোগের ভিত্তিতে করা টি বোর্ডের নমুনা সমীক্ষার কথা। যেখানে টি বোর্ড দাবি করেছে, আইন মেনে ও চা পানকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি হয় ভারতীয় চা। বিশ্বে উঁচু মানের জন্যই যার কদর। উল্লেখ্য, সম্প্রতি ‘ট্রাবল ব্রুয়িং’ শীর্ষক রিপোর্টে ভারতীয় চায়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিল গ্রিনপিস। সেখানে চা তৈরিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হয় বলে অভিযোগ করে তারা। এ দিন যার বিরোধিতা করেছে কেন্দ্র। টি বোর্ডও তার বিবৃতিতে জানিয়েছে, দেশে চা শিল্পের উঁচু মান ধরে রাখতে বিভিন্ন মহলের সঙ্গে নিয়মিত আলোচনা চালাতেও রাজি তারা। চা গাছের সুরক্ষায় কৃত্রিম উপাদানের উপর নির্ভরতা কমানোর উপরে জোর দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের।

Advertisement

শালিমার খোলার সম্ভাবনা খতিয়ে দেখলেন শ্রম দফতরের কর্তারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

কারখানা ফের খোলার সম্ভাবনা খতিয়ে দেখতে সোমবার শালিমার পেন্টস পরিদর্শন করলেন রাজ্য শ্রম দফতরের অফিসাররা। সঙ্গে ছিলেন দুই বিশেষজ্ঞ ও কারখানার শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও। শ্রম দফতরের তরফে জানানো হয়, কতটা উৎপাদন সম্ভব তা জানা যাবে বিশেষজ্ঞদের রির্পোট পাওয়ার পরে। গত ১২ মে হাওড়ার ওই রং কারখানায় আগুন লাগার দু’মাস পরে, ১৬ জুলাই সেখানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে তালা দিয়ে দেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে কয়েক দফা ত্রিপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। কিন্তু তার পরেও কারখানা খোলার সিদ্ধান্ত হয়নি। কর্তৃপক্ষ এ জন্য ৬০ কোটি টাকা প্রয়োজন বলে দাবি করেছেন। এ দিন হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুনীতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫ সদস্যের এক দল, কারখানার দু’জন পদস্থ কর্তা ও শ্রমিক সংগঠনের দুই নেতা পরিদর্শনে অংশ নেন।

এ বার ব্যবসা ঢেলে সাজছে ইউনিলিভার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ব্যবসা ঢেলে সাজছে ভোগ্যপণ্য সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার (এইচইউএল)। সোমবার হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্যবসাকে দু’টি আলাদা শাখায় (হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার) ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন সংস্থা কর্তৃপক্ষ। প্রতিটি ব্যবসাকেই যাতে আলাদা ভাবে যথেষ্ট গুরুত্ব দেওয়া যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছে সংস্থাটি। এই লক্ষ্যে পরিচালন পর্ষদেও রদবদল আনতে চলেছে তারা।

বাড়ল সেনসেক্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

টানা তিন দিন পড়ার পরে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার সেনসেক্স ১৯০.০১ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ২৫,৫১৯.২৪ অঙ্কে। এর আগে ৩ দিনে তা পড়েছিল ৫৭৯। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজার চাঙ্গা থাকাই সেনসেক্স বাড়ার অন্যতম কারণ।

গ্রাহক পরিচিতি নিয়ে

গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি সংক্রান্ত তথ্য আর্থিক ক্ষেত্রের অন্যান্য নিয়ন্ত্রকের সঙ্গে ভাগ করার নিয়ম নথিবদ্ধ করল সেবি। বাজেটে ঘোষিত প্রস্তাব অনুসারেই এই উদ্যোগ।

টাটা মোটরসের লাভ

এপ্রিল-জুনে টাটা মোটরসের নিট মুনাফা গত বছরের চেয়ে তিন গুণ বেড়ে হয়েছে ৫৩৯৮.২১ কোটি টাকা। গত ন’টি ত্রৈমাসিকে তা সর্বোচ্চ। জাগুয়ার-ল্যান্ড রোভারের বিক্রির হাত ধরেই এই সাফল্য বলে দাবি সংস্থার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement