নিয়োইউকি ইয়োশিনো। ছবি সংগৃহীত।
ভারতে পরিবর্তনশীল সুদের বন্ড চালু করা জরুরি বলে মনে করেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ইনস্টিটিউটের প্রাক্তন ডিন-সিইও নিয়োইউকি ইয়োশিনো। সম্প্রতি এক ওয়েবিনারে তিনি বলেন, বন্ডে সুদের হার পরিবর্তনশীল হলে এক দিকে আয় বৃদ্ধির সুযোগ থাকবে, অন্য দিকে ঝুঁকিও কমবে। যে কারণে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে আগ্রহী হবেন লগ্নিকারীরা। ফলে পরিকাঠামোয় লগ্নির জন্য অর্থ সংগ্রহ করতে এই বন্ড কার্যকরী ভূমিকা নিতে পারে।
দেশের নাগরিকদের স্বল্প সঞ্চয় বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন ইয়োশিনো। সেই সঙ্গে পরিকাঠামো প্রকল্পগুলির ক্ষেত্রে জমি অধিগ্রহণের যে সমস্যা দেখা দেয় তা সমাধানের জন্য ট্রাস্ট গঠন করে জমি হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইয়োশিনোর কথায়, ‘‘ল্যান্ড ট্রাস্টে যাঁরা জমি দেবেন, তাঁদের নিয়মিত ডিভিডেন্ডের ব্যবস্থা করতে হবে। আর সেটা হলে জমির মালিকদের আগ্রহ বাড়বে। জমির জোগান নিয়েও কোনও অভিযোগ থাকবে না।’’