কর নিয়ে স্বস্তি ভোডাফোনের

অবশেষে শেয়ার হস্তান্তর সংক্রান্ত (ট্রান্সফার প্রাইসিং) মামলায় বকেয়া ৮,৫০০ কোটি টাকার আয়কর মেটানোর দায় থেকে ভারতে অব্যাহতি পেল ভোডাফোন। প্রসঙ্গত, বিদেশি লগ্নিকারীদের ভরসা দিতে মোদী সরকার বকেয়া কর আদায় নিয়ে চাপাচাপি না-করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতে তাদের কর সংক্রান্ত আরও কিছু মামলা এখনও ঝুলে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০২:৩৩
Share:

অবশেষে শেয়ার হস্তান্তর সংক্রান্ত (ট্রান্সফার প্রাইসিং) মামলায় বকেয়া ৮,৫০০ কোটি টাকার আয়কর মেটানোর দায় থেকে ভারতে অব্যাহতি পেল ভোডাফোন। প্রসঙ্গত, বিদেশি লগ্নিকারীদের ভরসা দিতে মোদী সরকার বকেয়া কর আদায় নিয়ে চাপাচাপি না-করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতে তাদের কর সংক্রান্ত আরও কিছু মামলা এখনও ঝুলে রয়েছে।

Advertisement

২০০৮-এ আমদাবাদের কল সেন্টার ভোডাফোন ইন্ডিয়া সার্ভিসেস বিক্রি করা নিয়েই বিতর্কের সূত্রপাত। গোষ্ঠীর আর একটি সংস্থাকে তাদের শেয়ার হস্তান্তরের উপর এই কর চাপিয়েছিল আয়কর দফতর। আয়কর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল তা আদায়ের যে-রায় দিয়েছিল, বৃহস্পতিবার সেটাই কার্যকর না-করার সিদ্ধান্ত জানিয়েছে বম্বে হাইকোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement