S&P Global Ratings

এসঅ্যান্ডপি-র রিপোর্ট তুলে প্রচার, তির বিরোধীদের

বুধবার মূল্যায়ন তলানিতেই (BBB-) রাখলেও, দশ বছর বাদে এসঅ্যান্ডপি ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি ‘স্থিতিশীল’ থেকে বদলে ‘ইতিবাচক’ করেছে। যার অর্থ, আগামী দিনে বাড়তে পারে মূল্যায়ন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ০৯:০৬
Share:

—প্রতীকী চিত্র।

দীর্ঘ দিন ধরে ভারতের মূল্যায়ন লগ্নিযোগ্যতার সর্বশেষ ধাপে রেখেছে মুডি’জ়, ফিচ এবং এসঅ্যান্ডপি-র মতো সংস্থা। এ নিয়ে আপত্তি তুলে গত বছর মুডি’জ়ের কাছে মূল্যায়ন (রেটিং) বাড়ানোর সওয়াল করেছিল কেন্দ্র। বুধবার মূল্যায়ন তলানিতেই (BBB-) রাখলেও, দশ বছর বাদে এসঅ্যান্ডপি ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি ‘স্থিতিশীল’ থেকে বদলে ‘ইতিবাচক’ করেছে। যার অর্থ, আগামী দিনে বাড়তে পারে মূল্যায়ন। তার পরেই ভোটের বাজারে বৃহস্পতিবার ওই রিপোর্টকে হাতিয়ার করে প্রচারে নামল বিজেপি। বিরোধী শিবিরকে বিঁধে দাবি করল, কর্তৃপক্ষের সিলমোহর পড়েছে মোদী সরকারের নীতির সাফল্যে। তবে বিরোধীরা তা দেখতে পাবে না। কারণ, তারা চোখ বেঁধে রেখেছে।

Advertisement

এসঅ্যান্ডপি ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি উন্নত করেছে আগামী তিন বছরে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা এবং গত পাঁচ বছরে সরকারি খরচকে বাড়তে দেখে। সরকারের সংস্কার এবং নীতি রাজকোষ ঘাটতিকে নিয়ন্ত্রণে রাখলে দু’বছরের মধ্যে মূল্যায়ন বৃদ্ধির আশাও প্রকাশ করেছে তারা। তবে সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, মোদী সরকারের দাবি ছিল এই সব রেটিং সংস্থার মূল্যায়নের মাপকাঠিগুলি আরও স্বচ্ছ এবং বাস্তব ভিত্তিক হওয়া দরকার। তাই তা সংশোধন জরুরি। ভারতের রেটিং বৃদ্ধির দাবির পাশাপাশি গত বছর মুডি’জ়ের সঙ্গে বৈঠকে মূল্যায়নের মাপকাঠিগুলি নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। উল্লেখ্য, ক্রেডিট রেটিং হল কোনও দেশ বা সংস্থার ঋণযোগ্যতার মাপকাঠি। এই মূল্যায়ন ভাল হলে কম সুদে বিদেশ থেকে ঋণ মিলতে পারে। সংশ্লিষ্ট দেশ ও সংস্থা লগ্নির জন্য হয়ে ওঠে আকর্ষণীয়।

বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম এ দিন বলেন, এটা বিরাট সাফল্য। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও সরকারের নেওয়া সিদ্ধান্তগুলিতে কর্তৃপক্ষের সিলমোহর পড়ল। আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলি বুঝতে শুরু করেছে ভারতকে উন্নত দেশে পরিণত করতে মোদীর নেওয়া সিদ্ধান্তগুলি। কারণ, তার ফল দেশের উন্নতিতে প্রতিফলিত হচ্ছে। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা এ সব দেখতে পাচ্ছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement