চারপাশের পরিস্থিতির উপর ভিত্তি করে চটজলদি লগ্নি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ। —ফাইল চিত্র।
বিনিয়োগের বাজারে সফল হতে চারপাশের খবরাখবরে নজর রাখতে হবে। তাতেই থাকে উত্থানের বারুদ, পতনের জল। লক্ষ্য শুধু অর্থনীতি এবং শিল্পের গতিপ্রকৃতি সংক্রান্ত হলে চলবে না। চোখ থাকতে হবে বাজারকে প্রভাবিত করতে পারে, এমন সমস্ত কিছুতে। তার মধ্যে রাজনীতি, বিদেশনীতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতি, সমাজ-সংস্কৃতি, আবহাওয়ার মতো নানা বিষয় রয়েছে। অর্থাৎ যাঁরা বাজারে লগ্নি করলে প্রতি দিন প্রতি ঘণ্টা সজাগ থাকতে হবে। নিয়মিত এই প্রক্রিয়ায় শুধু জ্ঞানের ভান্ডারই সঞ্চিত হবে না, সেই সঙ্গে বেড়ে যাবে সচেতনতাও। মোবাইল ফোনের দৌলতে কাজটা আর কঠিন নেই। নিমেষে প্রয়োজনীয় সব খবর চোখের সামনে খুলে যাবে। তার পরে ভেবেচিন্তে চারপাশের পরিস্থিতির উপর ভিত্তি করে চটজলদি লগ্নি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া তুলনায় অনেক সহজ হয়ে যাবে।
শেয়ার বা ঋণপত্রের মতো লগ্নি সব সময় ঝুঁকিপূর্ণ। চারপাশের পরিস্থিতি অনুযায়ী অদলবদল হয়। আর তার প্রভাব পড়ে লগ্নিকারীর পকেটে। ঝুঁকির লগ্নিতে পা মেলাতে হলে যে কোনও সময় লোকসানের জন্য তৈরি থাকতেই হয়। অল্পে ভেঙে পড়লে চলে না। কারণ ‘খেলাটা’ লম্বা মেয়াদের। তবে পকেটে চাপ যাতে অতিরিক্ত না পড়ে, তা নিশ্চিত করতে সজাগ এবং সচেতন থাকার প্রয়োজনীয়তা এখানে অত্যন্ত বেশি।
এই প্রক্রিয়ার অন্যতম অঙ্গ, কিছু গুরুত্বপূর্ণ খবর কবে নাগাদ পাওয়া যেতে পারে তা আগেভাগে জেনে রাখা। সেটা শুধু ভারতের হলে চলবে না, বিশ্বায়নের দুনিয়ায় নজর রাখতে হবে চিন, আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া, রাশিয়া এবং ইউক্রেনে কী ঘটছে সে সবের উপরেও। সব মিলিয়ে খেয়াল রাখতে হবে মূল্যবৃদ্ধি, সুদের হার, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধি বা হ্রাসের হার, শিল্প সংস্থাগুলির আর্থিক ফল ইত্যাদি। খবর রাখার তালিকায় রাখতে হবে বিশ্ব জুড়ে শেয়ার সূচক, বিশ্ব অর্থনীতি, আমেরিকা, চিন-সহ বিভিন্ন দেশের আর্থিক পরিস্থিতি, ভারত এবং আমেরিকার বন্ড ইল্ডেও। আবহাওয়ার পূর্বাভাস, বর্ষা, খরা, বন্যা, রাজনৈতিক পরিস্থিতি, বাজেট, জাতীয় উৎপাদন-সহ আরও এমন অসংখ্য বিষয় রয়েছে, যা নজরে রাখলে লগ্নির জগতে সফল হওয়ার দরজা খুলে যেতে পারে।
যে সব খবর প্রকাশের দিন আগে থেকে জানা থাকে, সেগুলি হল—
এ ছাড়া খেয়াল রাখা দরকার—
গত সপ্তাহে যে সব গুরুত্বপূর্ণ খবর পাওয়া গিয়েছে, তার মধ্যে ছিল—
(মতামত ব্যক্তিগত)