Loan

এনবিএফসিকে ঋণ বণ্টনে বার্তা ব্যাঙ্ক কর্তার

এনবিএফসি এবং এমএফআইগুলিকে ধার দেয় বাণিজ্যিক ব্যাঙ্ক। তার সাহায্যে গ্রাহকদের ঋণ বণ্টনের তহবিল তৈরি করে প্রতিষ্ঠানগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ০৫:৪৮
Share:

এনবিএফসিগুলি ঋণ বণ্টনে কী পদ্ধতি অবলম্বন করে, তার উপরে সতর্ক নজর রাখতে হবে ব্যাঙ্কগুলিকে। প্রতীকী ছবি।

ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি (এনবিএফসি, এমএফআই) কী ভাবে ঋণ দেয়, তার উপরে জোরদার নজরদারির বার্তা দিলেন স্টেট ব্যাঙ্কের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর সি এস শেট্টি। পাশাপাশি ওই সব সংস্থাকেও ঋণ বণ্টনের নীতি অনুসরণ এবং ব্যাঙ্কের ঝুঁকি কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, এনবিএফসি এবং এমএফআইগুলিকে ধার দেয় বাণিজ্যিক ব্যাঙ্ক। তার সাহায্যে গ্রাহকদের ঋণ বণ্টনের তহবিল তৈরি করে প্রতিষ্ঠানগুলি। এই প্রেক্ষিতে শেট্টির ব্যাখ্যা, এনবিএফসিগুলিকে ঋণ দেওয়াকে শুধু আর্থিক ক্ষেত্রে পুঁজি জোগানো হিসেবে দেখলে চলবে না। কারণ, ওই টাকা অর্থনীতির মূল স্রোতেই চলে আসে।

Advertisement

শেট্টি বলেন, ‘‘এনবিএফসিগুলি ঋণ বণ্টনে কী পদ্ধতি অবলম্বন করে, তার উপরে সতর্ক নজর রাখতে হবে ব্যাঙ্কগুলিকে।’’ তাঁর বক্তব্য, ব্যাঙ্ক ঋণের একটা উল্লেখযোগ্য অংশ এনবিএফসি এবং এমএফআইয়ের ভাগে যায়। ফলে তার থেকে আর্থিক চাপ তৈরির আশঙ্কাও থাকে। সে কারণেই ব্যাঙ্ককে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, মূলত ঋণ বণ্টনের প্রয়োজনীয়তা এবং তার সঙ্গে জড়িত ঝুঁকির দিকেই ইঙ্গিত করেছেন তিনি। শেট্টির মতে, ঝুঁকির মূল্যায়ন করে ঋণ দেওয়াই ব্যাঙ্কের কাজ। তাঁর কথায়, ‘‘পরিচালনার ক্ষেত্রে এমএফআই কোন মাপকাঠি মেনে চলে? ঝুঁকি এড়ানোর ক্ষেত্রে এনবিএফসির মূল্যায়ন ও মাপকাঠির গুণগত মান কী? ব্যাঙ্কের ঝুঁকির ক্ষেত্রে এই দু’টির সার্বিক প্রভাব রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement