ফাইল চিত্র।
আগামী ২২ অগস্ট দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাকল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের (ইউএফবিইউ) ছাতার তলায় থাকা কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়ন। বিভিন্ন ব্যাঙ্ককে মেশানো, গ্রাহকদের থেকে নেওয়া ব্যাঙ্ক চার্জ বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের উদ্যোগ ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ডাক বলে দাবি ইউএফবিইউ-র আহ্বায়ক ও স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খানের।
ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত, গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের সঙ্গে থাকছে বেসরকারি এবং বিদেশি ব্যাঙ্ক। বন্ধ থাকার সম্ভাবনা সমস্ত এটিএমেরও। কারণ, সেগুলির নিরাপত্তারক্ষীদের ইউনিয়নও ধর্মঘটে সামিল হচ্ছে।
অফিসার সংগঠন এআইবিওসির সাধারণ সম্পাদক সঞ্জয় দাস এবং ইউকো ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের নেতা পার্থ চন্দ্রের অভিযোগ, ‘‘ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ইনশিওরেন্স ডিপজিট অ্যাক্ট-এর মাধ্যমে শুধু সংযুক্তি নয়, ব্যাঙ্ক গুটিয়ে নেওয়ার পথও তৈরি হয়েছে। এ সবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ধর্মঘট।’’