Bank Loans

ঋণ মেলায় সন্দিহান ইউনিয়ন, দ্বিমত বিশেষজ্ঞেরা

ব্যাঙ্ক ইউনিয়নের অবশ্য বক্তব্য, এই ভাবে ঢালাও ঋণ দেওয়া হলে তা অনুৎপাদক সম্পদে (এনপিএ) পরিণত হওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৮
Share:

ঋণে জোর দিচ্ছে কেন্দ্র। প্রতীকী ছবি।

দেশে আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য ঋণে জোর দিচ্ছে কেন্দ্র। ঋণ মেলা করছে ব্যাঙ্কগুলি। ব্যাঙ্ক ইউনিয়নের অবশ্য বক্তব্য, এই ভাবে ঢালাও ঋণ দেওয়া হলে তা অনুৎপাদক সম্পদে (এনপিএ) পরিণত হওয়ার আশঙ্কা থাকে। এই এনপিএ-র বোঝাকেই ব্যাঙ্ক বেসরকারিকরণের অন্যতম কারণ হিসেবে দেখাতে চায় কেন্দ্র। যদিও ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের বক্তব্য, নামে ঋণ মেলা হলেও আবেদনকারীর যোগ্যতা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেয় ব্যাঙ্কগুলি।

Advertisement

সম্প্রতি মহারাষ্ট্রে ঋণ মেলার আয়োজন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। লক্ষ্য, ২৯০০ কোটি টাকা ঋণ দেওয়া। তবে মহারাষ্ট্র স্টেট ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশনের অভিযোগ, গ্রাহকের যোগ্যতা ভাল করে বিচার না করলে ঋণ এনপিএতে পরিণত হতে পারে। তবে ইউনাইটেড ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি ভাস্কর সেন বলেন, ‘‘প্রতিটি ব্যাঙ্কের পর্ষদ অনুমোদিত নীতি আছে। আবেদনপত্র যাচাই করেই যোগ্য ব্যাক্তিকে মেলায় ডেকে ঋণ মঞ্জুরের চিঠি দেওয়া হয়। মেলায় আবেদন গ্রহণ করা হলেও যাচাই করা হয় তা-ও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement