—প্রতীকী চিত্র।
বন্ধন ব্যাঙ্কের অন্তবর্তিকালীন ম্যানেজিং ডিরেক্টর-সিইও হচ্ছেন রতন কুমার কেশ। তিনি এখন কলকাতা ভিত্তিক বেসরকারি ব্যাঙ্কটির এগ্জ়িকিউটিভ ডিরেক্টর। ১০ জুলাই নতুন পদের দায়িত্ব নেবেন তিনি।
বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এমডি-সিইও চন্দ্রশেখর ঘোষ ৯ জুলাই অবসর নিচ্ছেন। কেশ সেই পদেই আসছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থায়ী এমডি-সিইওর খোঁজ চলছে। নিয়োগের আগে পর্যন্ত কেশ সেই দায়িত্ব সামলাবেন। অন্তর্বর্তী এমডি-সিইও পদে তাঁর নিয়োগের প্রস্তাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক সম্মতি দিয়েছে। তিন মাসের মধ্যে নতুন এমডি-সিইও নিয়োগ করা হবে বলে বন্ধন ব্যাঙ্ক সূত্রের খবর।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, অবসরের পরে বন্ধন গোষ্ঠীর হোল্ডিং সংস্থা বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংসের দায়িত্ব নেবেন চন্দ্রশেখরবাবু। হোল্ডিং সংস্থাটির হাতে বন্ধন ব্যাঙ্কের ৩৯.৯৯% শেয়ার রয়েছে। বন্ধন মিউচুয়াল ফান্ড এবং বন্ধন লাইফ ইনশিয়োরেন্সের মতো সংস্থাও রয়েছে তাদের হাতে। আর্থিক পরিষেবা ক্ষেত্রে ব্যবসার আরও সম্প্রসারণের দায়িত্ব নেবেন চন্দ্রশেখরবাবু। প্রায় ন’বছর আগে ২০১৫ সালের ২৩ অগস্ট চালু হওয়ার পরে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যা ৬০০০ পার হয়ে গিয়েছে। গ্রাহক সংখ্যা ৩.২৬ কোটি। ব্যাঙ্কটি শেয়ার বাজারেও নথিভুক্ত।