Indian Economy

মূল্যবৃদ্ধি নামতে পারে ৪ শতাংশের নীচে: সমীক্ষা

গত ২-৭ অগস্ট ৩৬ জন অর্থনীতিবিদকে নিয়ে করা সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষা অনুসারে, জুলাইয়ে মূল্যবৃদ্ধি মাথা নামালে রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদ ছাঁটাইয়ের দিক থেকে কিছুটা হাত খুলতে পারবে ঠিকই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৯:১৩
Share:

—প্রতীকী চিত্র।

চড়া মূল্যবৃদ্ধির জেরে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, তখন তাঁদের স্বস্তি দিয়ে জুলাইয়ে পণ্যের দাম অনেকটাই কম হারে বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। যা জানাচ্ছে, ২০২৩ সালের এই সময়ের উঁচু ভিতের উপরে দাঁড়িয়ে গত মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধি হতে পারে ৩.৬৫%। সেটা জুনের ৫.০৮ শতাংশের চেয়ে কম তো বটেই, তা সত্যি হলে পাঁচ বছরে এই প্রথম শীর্ষ ব্যাঙ্কের লক্ষ্যের (৪%) নিচে নামবে এই হার। ১২ অগস্ট পরিসংখ্যান প্রকাশের কথা। উল্লেখ্য, গত বছর জুলাইয়েখুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৪৪%।

Advertisement

গত ২-৭ অগস্ট ৩৬ জন অর্থনীতিবিদকে নিয়ে করা সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষা অনুসারে, জুলাইয়ে মূল্যবৃদ্ধি মাথা নামালে রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদ ছাঁটাইয়ের দিক থেকে কিছুটা হাত খুলতে পারবে ঠিকই। কিন্তু টাকার দামে পতন এবং এখনও খাদ্যপণ্যের চড়া দর সামগ্রিক ভাবে মূল্যবৃদ্ধিকে খুব বেশি দিন নীচে থাকতে দেবে না। রয়টার্সের অপর এক সমীক্ষাও বলছে, চলতি ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধি ৪ শতাংশে নামলেও, আগামী ত্রৈমাসিকে তা ফের মাথা তুলে দাঁড়াতে পারে ৪.৭%-৪.৮%।

ব্যাঙ্ক অব বরোদার অর্থনীতিবিদ দীপান্বিতা মজুমদারের মতে, গত বছরের চড়া ভিতই এ বার জুলাইয়ে মূল্যবৃদ্ধি বেশি হারে বাড়তে দেবে না। পাশাপাশি টোম্যাটো, আলু, পেঁয়াজের মতো কয়েকটি খাদ্যপণ্যের দামকে কেন্দ্র করে মূল্যবৃদ্ধি মাথা তুলছে। তা সমস্ত পণ্যে ছড়াচ্ছে না। সেটাও স্বস্তি দেবে শীর্ষ ব্যাঙ্ককে। তবে খাদ্য ও জ্বালানি বাদে বাকি পণ্যের মূল্যবৃদ্ধি (কোর ইনফ্লেশন) চাপে রাখতে পারে তাদের। সামগ্রিক ভাবে সেই কারণেই চট করে আরবিআই সুদ কমাবে না বলে মনে করছেন বার্কলেজ়-এর শ্রেয়া সোধানির মতো অর্থনীতিবিদেরা। তাঁরা বলছেন, সে ক্ষেত্রে ডিসেম্বরে সুদ ছাঁটাই হতে পারে। তবে পরিস্থিতি বুঝে তা পিছিয়ে যাওয়াও বিচিত্র নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement