Business

Iphone 14: ভারতেই দ্রুত আই ফোন-১৪ উৎপাদন

চিন থেকে যন্ত্রাংশ এনে ভারতে চেন্নাইয়ের কারখানায় সেগুলি জুড়ে আই ফোন-১৪ উৎপাদনের বিষয়টি খতিয়ে দেখছে তাইওয়ানের ফক্সকন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৭:২৪
Share:

প্রতীকী ছবি।

সেপ্টেম্বরে বাজারে আসার কথা অ্যাপলের আই ফোনের নতুন মডেলের। তার এক মাসের মাথাতেই অক্টোবরে ভারতে সেই আই ফোন-১৪-এর উৎপাদন শুরু করতে চায় আমেরিকার সংস্থাটি। মূলত চিনে পণ্য তৈরিতে নির্ভরশীলতা কমানোই তাদের লক্ষ্য। এখন এ দেশে চুক্তির মাধ্যমে কিছু মডেলের আই ফোন তৈরি করে অ্যাপল। কিন্তু নতুন ফোনের ক্ষেত্রে তা বাজারে আসার পরে এখানে তৈরি হতে ৬-৯ মাস সময় লাগে।

Advertisement

আমেরিকার সংস্থাটি মুখ না-খুললেও, সূত্র জানাচ্ছে চিন থেকে যন্ত্রাংশ এনে ভারতে চেন্নাইয়ের কারখানায় সেগুলি জুড়ে আই ফোন-১৪ উৎপাদনের বিষয়টি খতিয়ে দেখছে তাইওয়ানের ফক্সকন। যারা চুক্তির ভিত্তিতে আই ফোন তৈরি করে। সেই সঙ্গে এ দেশে আই প্যাড তৈরির কথাও বিচার করে দেখছে অ্যাপল।

সংশ্লিষ্ট মহলের মতে, শুল্ক যুদ্ধ, চিনের সংস্থাকে কালো তালিকাভুক্ত করা নিয়ে বেজিং-এর সঙ্গে আমেরিকার টানাপড়েন তো ছিলই। তার পরে করোনার জেরে দীর্ঘ দিন ধরে কড়াকড়ি চলায় চিনে মার খেয়েছে কল-কারখানার উৎপাদন। যার জের পড়েছে বিভিন্ন সংস্থার উপরে, যাদের অধিকাংশই বিভিন্ন পণ্য ও যন্ত্রাংশ উৎপাদনের জন্য বেজিং-এর উপরে নির্ভরশীল। এ দিকে সম্প্রতি তাইওয়ান নিয়ে নতুন করে বিতণ্ডা শুরু হয়েছে দু’দেশের মধ্যে। এই সব কারণে এখন অন্যান্য দেশে পা রাখছে সংস্থাগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement