ফাইল চিত্র।
অতিমারিকালে বছর দুয়েক কর্মীদের বেতনই বাড়ায়নি বহু কর্পোরেট সংস্থা। বর্তমানে গোটা বিশ্বে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। এই পরিস্থিতিতে কর্মীদের বেতন বিপুল বাড়ানোর সিদ্ধান্ত নিল অ্যামাজন, গুগল, মাইক্রোসফ্টের মতো সংস্থা।
চলতি অর্থবর্ষে কর্পোরেট সংস্থাগুলি যে কর্মীদের বেতন বাড়াতে পারে, এমনই ইঙ্গিত মিলেছিল বিভিন্ন সমীক্ষায়। সম্প্রতি বহুজাতিক সংস্থা ডেলইটের সমীক্ষায় বেতনবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারি মাসেই অবশ্য অ্যামাজনের তরফে জানানো হয়েছিল, নতুন অর্থবর্ষে কর্মীদের সর্বোচ্চ মূল বেতনই দ্বিগুণ দেবে তারা। অ্যামাজনে এক জন কর্মীর সর্বোচ্চ মূল বেতন এক লক্ষ ৬০ হাজার ডলার। তা বেড়ে হবে তিন লক্ষ ৫০ হাজার ডলার।
যদিও গুগল আগেই জানিয়েছিল, সাধারণ কর্মীদের বেতন বাড়ানো হবে না। বেতন বা়ড়বে শুধু সংস্থার বড় মাথাদের। অন্য দিকে, তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছিল, কর্মচারীদের বেতন দ্বিগুণ বাড়ানো হচ্ছে নতুন অর্থবর্ষে। কর্মীদের পাঠানো ই-মেলে সিইও সত্য নাদেল্লা লিখেছিলেন, গ্রাহক ও অংশীদারদের ভাল পরিষেবা দেওয়ার জন্য তাঁদের কর্মচারীরা দুর্দান্ত সব কাজ করেন। তাই বরাবরই, মাইক্রোসফটের কর্মচারীদের চাহিদা থাকে তুঙ্গে। সে জন্যই মাইক্রোসফট নিজের কর্মীদের উপর দীর্ঘমেয়াদি ভিত্তিতে লগ্নি করতে চায়। তাই ‘গ্লোবাল মেরিট বাজেট’ দ্বিগুণ করা হচ্ছে সংস্থায়।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।