Omicron

Share Market: ওমিক্রনের ধাক্কা, মাত্র এক দিনেই খোয়া গেল ৫.৮০ লক্ষ কোটি! বাজার কি ঘুরে দাঁড়াবে

গত শুক্রবার সেনসেক্স ৭৬৪.৮৩ পয়েন্ট পড়েছিল। সোমবার দিনের শেষে সেনসেক্স ৯৪৯.৩২ পয়েন্ট পড়ে। ফলে এই দু’দিনেই সূচক হারাল ১৭১৪.১৫ পয়েন্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ০৬:১১
Share:

ফাইল চিত্র।

এক দিকে জিডিপি বৃদ্ধি, শিল্পোৎপাদন, জিএসটি সংগ্রহ, বাণিজ্য-সহ অর্থনীতির বিভিন্ন কার্যকলাপে উন্নতির লক্ষণ। অন্য দিকে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের প্রভাবে সেই অর্থনীতিরই বিভিন্ন ক্ষেত্রে ফের বিধিনিষেধ প্রয়োগের আশঙ্কা— এই দড়ি টানাটানির ফল কী হবে সে দিকেই এখন তাকিয়ে রয়েছে বাজার। তবে প্রাথমিক পরিস্থিতি বলছে, আশঙ্কার জেরে আপাতত রক্ষণাত্মক ভূমিকাই নিয়েছেন লগ্নিকারীরা। ঝুঁকি না নিয়ে বিক্রি করছেন হাতের শেয়ার। এর জেরে গত শুক্রবারের পরে সপ্তাহের প্রথম কাজের দিনেই প্রায় সাড়ে ন’শো পয়েন্ট পড়ে ৫৬ হাজারের ঘরে নামল সেনসেক্স। নিফ্‌টি ফিরল ১৬ হাজারে। ডলারের নিরিখে টাকার দর নেমে হল আট সপ্তাহে সর্বনিম্ন।

Advertisement

দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হওয়ার পরে গত শুক্রবার সেনসেক্স ৭৬৪.৮৩ পয়েন্ট পড়েছিল। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রভাব চলতি সপ্তাহে বাজারের উপরে কতটা পড়ে সে দিকে তাকিয়ে ছিল সংশ্লিষ্ট মহল। সোমবার সকালে লেনদেন শুরু হতেই দেখা গেল দ্রুত মাথা নামাচ্ছে সূচক। শেষে সেনসেক্স ৯৪৯.৩২ পয়েন্ট পড়ে। ফলে এই দু’দিনেই সূচক হারাল ১৭১৪.১৫ পয়েন্ট। লগ্নিকারীরা খোয়ালেন ৫.৮০ লক্ষ কোটি টাকার সম্পদ। নিফ্‌টি ২৮৪.৪৫ নেমেছে। দুর্বল বাজারের পাশাপাশি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কিছুটা মাথা তোলায় ডলারের নিরিখে টাকার দামও কমেছে। ১ ডলারের দাম ৩৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৪৫ টাকা।

জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা বিভাগের প্রধান বিনোদ নায়ারের বক্তব্য, ‘‘ওমিক্রনের প্রভাব কী হতে পারে তা অস্পষ্ট। তার উপরে বুধবার ঘোষণা হবে ঋণনীতি। সব মিলিয়েই লগ্নিকারীরা কিছুটা রক্ষণাত্মক। আগামী ক’দিন বাজারে এই অস্থিরতা থাকবে।’’ সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ বন্ড কেনার প্রকল্প গোটায় কি না, সে দিকেও নজর রয়েছে। তবে ওমিক্রনের প্রভাবের কথা স্বীকার করেও বাজার বিশেষজ্ঞ সুরজ ঝুনঝুনওয়ালা বলেন, ‘‘দেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে তা বিভিন্ন মাপকাঠিতে স্পষ্ট। ওমিক্রন সংক্রান্ত এই অনিশ্চয়তা কাটলে বাজার আবার ঘুরে দাঁড়াবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement