পড়ুয়াদের জন্য বিমান ভাড়ায় ছাড় এয়ার ইন্ডিয়ার

কোনও পরীক্ষা দেওয়ার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হতে পারে। আবার উচ্চশিক্ষার জন্য তল্পিতল্পা নিয়ে পাড়ি দিতে হতে পারে অন্য শহরে। কারণ যা-ই হোক, পড়াশোনার প্রয়োজনে অন্য শহরে সফর করতে বাধ্য হওয়া এই সব ছাত্র-ছাত্রীর কথা ভেবে এ বার বিমানে বিশেষ ভাড়ার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৩:১১
Share:

কোনও পরীক্ষা দেওয়ার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হতে পারে। আবার উচ্চশিক্ষার জন্য তল্পিতল্পা নিয়ে পাড়ি দিতে হতে পারে অন্য শহরে। কারণ যা-ই হোক, পড়াশোনার প্রয়োজনে অন্য শহরে সফর করতে বাধ্য হওয়া এই সব ছাত্র-ছাত্রীর কথা ভেবে এ বার বিমানে বিশেষ ভাড়ার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া।

Advertisement

সংস্থা সূত্রে জানা গিয়েছে, আকাশপথে দুই শহরের দূরত্ব যদি ১,০০০ কিলোমিটারের মধ্যে হয় তা হলে টিকিটির জন্য দিতে হবে ৩,৫০০ টাকা। আর ১,০০০ কিলোমিটারের বেশি হলে লাগবে ৫,৫০০ টাকা। জুলাই এবং অগস্ট মাসে যাতায়াতের জন্য এই বিশেষ সুবিধা তাঁরাই পাবেন, যাঁদের সঙ্গে ভিন্ রাজ্যে পরীক্ষা দেওয়ার অ্যাডমিট কার্ড বা ভর্তি হওয়ার প্রমাণপত্র থাকবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জুন থেকে অগস্ট পর্যন্ত এই টিকিট শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার অফিস ও বিমানবন্দরে সংস্থার কাউন্টার থেকে পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement