অসহিষ্ণুতা নিয়ে বার্তা গোদরেজের 

এনএসএসও-র সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশে পৌঁছেছে। যা গত সাড়ে চার দশকে সর্বোচ্চ। এ দিন সেই সমীক্ষার কথা মনে করিয়ে দিয়েছেন গোদরেজও। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৯ ০৭:৫০
Share:

গোদরেজের কর্ণধার আদি গোদরেজ। —ফাইল চিত্র

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। অসহিষ্ণুতা কিংবা বিদ্বেষমূলক অপরাধ যে দেশের অগ্রগতির পথে বাধা হয়ে উঠতে পারে, সে ব্যাপারে অতীতে একাধিক বার সতর্ক করেছেন বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট। এ বার সেই তালিকায় যোগ হল শিল্পপতি আদি গোদরেজের নাম। শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে এই বিষয়গুলির পাশাপাশি দারিদ্র, বেকারত্বের মতো সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

দেশকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলা এবং নতুন ভারত গঠনের মতো সুদূরপ্রসারী চিন্তাভাবনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন গোদরেজ। কিন্তু সেই সঙ্গে স্পষ্ট ভাবে মনে করিয়ে দিয়েছেন যে, সামাজিক ক্ষেত্রের পরিস্থিতি কিন্তু পুরোপুরি আদর্শ অবস্থায় নেই। তাঁর কথায়, ‘‘অসচ্ছলতা প্রবল ভাবে বাড়ছে। এমনটা চলতে থাকলে বৃদ্ধির গতি ধাক্কা খেতে পারে।’’ এনএসএসও-র সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশে পৌঁছেছে। যা গত সাড়ে চার দশকে সর্বোচ্চ। এ দিন সেই সমীক্ষার কথা মনে করিয়ে দিয়েছেন গোদরেজও।

একই সঙ্গে গোদরেজ গোষ্ঠীর কর্ণধার জানান, ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, বিদ্বেষমূলক অপরাধ, সামাজিক অস্থিরতা, মহিলাদের উপরে অত্যাচার, ধর্ম-জাতপাতভিত্তিক হিংসা বন্ধ করা না গেলে তা আর্থিক বৃদ্ধির পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। উন্নয়নের সম্ভাবনাকে ছোঁয়া সম্ভব না-ও হতে পারে। পাশাপাশি, জল-সঙ্কট, প্লাস্টিকের ব্যবহার, স্বাস্থ্য পরিষেবার বরাদ্দ নিয়েও সতর্ক করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement