গত বছরের মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফাইল ছবি।
গত বছরের মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট (যে সুদে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়) বাড়িয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। টানা ছ’দফা বৃদ্ধির পরে গত ৩-৬ এপ্রিলের ঋণনীতিতে তাতে ছেদ পড়ে। সেই বৈঠকে ঋণনীতি কমিটির আলোচনার বিবরণী প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। তাতে বলা হয়েছে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সেখানে জোর দিয়েছিলেন গত এক বছর ধরে কমানো সুদের সামগ্রিক প্রভাবের উপর নজরদারি করায়। কারণ তাঁর দাবি ছিল, লাগাতার সুদ কমানোর পদক্ষেপের পুরো সুবিধা এখনও মেলেনি।
এপ্রিলে সুদ কমানোর পক্ষে সায় দিয়েছিলে কমিটির সব সদস্যই। তবে শক্তিকান্তের দাবি ছিল, এই সিদ্ধান্ত শুধু এ বারের জন্য। মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ফের সুদ বাড়বে। ঋণনীতি কমিটির আলোচনার বিবরণী বলছে, আগামী দিনে মূল্যবৃদ্ধির ধাক্কাকে আটকানো নিয়ে চিন্তা-ভাবনার পাশাপাশি তারা অতীতের পদক্ষেপের ফলও স্পষ্ট করে বুঝে নিতে চাইছিল। দাস বলেন, তাঁদের এ বার একটু সময় নেওয়া উচিত নিজেদের পদক্ষেপের ফলে নজরদারি করতে। সুদ স্থির রাখা কৌশলগত সিদ্ধান্ত।