Unemployment

বেকারত্বের হার কমার দাবি কেন্দ্রের

২০১৭-১৮ সাল থেকে শ্রম মন্ত্রকের তথ্যের ভিত্তিতে দেশে কর্মসংস্থান ও বেকারত্বের রিপোর্ট তৈরি শুরু করেছে পরিসংখ্যান মন্ত্রক। সমীক্ষার সময়কাল কোনও বছরের জুলাই থেকে পরের বছরের জুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৭
Share:

২০২০-২১ সালে ১৫-২৯ বছর বয়সিদের বেকারত্বের হার ছিল ১২.৯%। যা ২০১৭-১৮ সালে ১৭.৮% ছিল। প্রতীকী ছবি।

দেশে কর্মসংস্থানের পরিস্থিতি অতিমারির আগের জায়গায় পৌঁছেছে বলে অনেক দিন ধরে দাবি করে আসছে কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানান, ২০২০-২১ সালে ১৫-২৯ বছর বয়সিদের বেকারত্বের হার ছিল ১২.৯%। যা ২০১৭-১৮ সালে ১৭.৮% ছিল। ২০১৭-১৮ সাল থেকে শ্রম মন্ত্রকের তথ্যের ভিত্তিতে দেশে কর্মসংস্থান ও বেকারত্বের রিপোর্ট তৈরি শুরু করেছে পরিসংখ্যান মন্ত্রক। সমীক্ষার সময়কাল কোনও বছরের জুলাই থেকে পরের বছরের জুন। উল্লেখ্য, বেসরকারি উপদেষ্টা সংস্থা সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে দেশে বেকারত্বের হার নেমেছে ৭.১৪ শতাংশে।

Advertisement

সর্বশেষ বার্ষিক রিপোর্টের কথা উল্লেখ করে তেলি জানান, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ সালে ১৫ বছরের বেশি বয়সিদের বেকারত্বের হার ছিল যথাক্রমে ৬%, ৫.৮%, ৪.৮% এবং ৪.২%। ওই চার বছরে ১৫-২৯ বছরের মানুষদের মধ্যে বেকারত্বের হার ১৭.৮%, ১৭.৩%, ১৫% এবং ১২.৯%। তাঁর দাবি, কেন্দ্র মেক ইন ইন্ডিয়া, স্টার্ট-আপ ইন্ডিয়া, স্ট্যান্ট-আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, সবার জন্য বাড়ি-সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যা সামগ্রিক ভাবেই মধ্য এবং দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান তৈরি করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement