—প্রতীকী চিত্র।
শিলিগুড়িতে তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতে চলেছে রাজ্য। শুক্রবার কলকাতায় তথ্যপ্রযুক্তি সংগঠন ন্যাসকম ও শিক্ষা প্রতিষ্ঠান বিআইবিএস আয়োজিত তথ্য (ডেটা) বিজ্ঞান বিষয়ক সম্মেলনে সরকার সূত্রের খবর, আধুনিক প্রযুক্তি চালিত ওই ডেটা সেন্টারে একসঙ্গে বহু তথ্য দ্রুত বিশ্লেষণ করার ব্যবস্থা থাকবে। এ দিন তথ্য বিজ্ঞান সম্মেলনটির উদ্বোধন করেন ওয়েবেল-এর এমডি ও রাজ্যের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার দাস।
সূত্রের দাবি, মাস তিনেকের মধ্যে শিলিগুড়ির ডেটা সেন্টার চালু হবে। এটি কাজ শুরু করলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, দুয়ারে সরকারের মতো রাজ্যের নানা প্রকল্পের তথ্য দ্রুত মিলবে। বর্তমানে সরকারের অন্য দু’টি ডেটা সেন্টার রয়েছে সল্টলেক ও পুরুলিয়ায়। এর মধ্যে পুরুলিয়ারটি তথ্য বিপর্যয় সামাল দেওয়ার কেন্দ্র হিসেবে কাজ করে। বিভিন্ন তথ্যের ‘ব্যাক আপ’ থাকে সেখানে। সরকারি মহলের দাবি, শিলিগুড়িতে কেন্দ্র চালুর সঙ্গে ওই দুই ডেটা সেন্টারের কর্মকাণ্ড সম্প্রসারণের কাজও চলছে।
এ দিন বিআইবিএসের চেয়ারম্যান বিদুর কপূর বলেন, বিমা, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক-সহ আর্থিক পরিষেবা শিল্প, ভোগ্যপণ্যের মতো বহু সংস্থা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়। ফলে ডেটার চাহিদা বেড়েছে। চাষ, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি ক্ষেত্রেও এর গুরুত্ব বাড়ছে। সরকারি সূত্রের বার্তা, স্টার্ট আপগুলি সবক’টি ডেটা সেন্টারের সুবিধা নিতে পারবে।