Hulladek

লগ্নির ঠিকানা রাজ্যের বাইরে

এখন কলকাতা পুরসভা এবং হিডকোর সঙ্গে বর্জ্য নিয়ে যৌথ ভাবে কাজ করছে হুলাডেক। সাধারণ বর্জ্যের পাশাপাশি বৈদ্যুতিন বর্জ্যও পুনর্ব্যবহার করে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ০৮:৫৩
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যের তরফে সহায়তা না থাকার কারণ দেখিয়েই পশ্চিমবঙ্গের বাইরে প্রকল্প তৈরি করার কথা জানালেন কলকাতার উদ্যোগপতি ও বর্জ্য পুনর্ব্যবহারকারী সংস্থা ‘হুলাডেক’-এর
কর্ণধার নন্দন মল। শুক্রবার তিনি জানান, পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প গড়লে রাজ্যের থেকে কোনও সুবিধাই মেলে না। তাই কলকাতার ছেলে হয়েও তিনি প্রথম বর্জ্য পুনর্ব্যবহারকারী কেন্দ্র গড়ছেন রাজস্থানের জয়পুরে। তাঁর দাবি, ‘‘অসমে কারখানা স্থাপন করতে গিয়ে সেখানে বিনামূল্যে জমি, জিএসটিতে ছাড়-সহ একাধিক সুবিধা পেয়েছি। ফলে কলকাতায় এখনই কিছু করার পরিকল্পনা নেই।’’

Advertisement

এখন কলকাতা পুরসভা এবং হিডকোর সঙ্গে বর্জ্য নিয়ে যৌথ ভাবে কাজ করছে হুলাডেক। সাধারণ বর্জ্যের পাশাপাশি বৈদ্যুতিন বর্জ্যও পুনর্ব্যবহার করে তারা। নন্দন জানান, পরিবেশ এবং চাহিদার কথা মাথায় রেখে শীঘ্রই লিথিয়াম আয়ন ব্যাটারি পুনর্ব্যবহারের প্রকল্প হাতে নেবেন। পরের অর্থবর্ষে বাজারে সংস্থাকে নথিভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement