Unemployment

কাজ গিয়েছে ৪১ লক্ষ তরুণের

রিপোর্টে প্রকাশ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশে করোনার কারণে চলতি বছরে চাকরি যেতে পারে ১-১.৫ কোটি তরুণের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৭:৩৬
Share:

প্রতীকী ছবি।

করোনার ধাক্কায় কাজ হারানোর ভয়াল ছবি ফের ফুটে উঠল আন্তর্জাতিক শ্রম সংগঠন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের রিপোর্টে। তারা জানিয়েছে, অতিমারির কারণে ভারতে কাজ খুইয়েছেন প্রায় ৪১ লক্ষ তরুণ কর্মী। যাঁদের বেশিরভাগই কাজ করতেন পরিকাঠামো ও কৃষির মতো ক্ষেত্রে।

Advertisement

রিপোর্টে প্রকাশ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশে করোনার কারণে চলতি বছরে চাকরি যেতে পারে ১-১.৫ কোটি তরুণের। বেশি ধাক্কা খাবেন ১৫-২৪ বছরের কর্মীরা। সংক্রমণের আগেই গত বছর যাঁদের বেকারত্বের হার ছিল ১৩.৮%।

সংগঠনের মতে, এই পরিস্থিতিতে তরুণদের কাজের জগতে সুযোগ করে দিতে নির্দিষ্ট ব্যবস্থা করতে হবে সরকারকে। না-হলে এই ‘লকডাউন প্রজন্মকে’ আরও দীর্ঘ সময় ধরে অতিমারির প্রভাব বয়ে বেড়াতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement