নতুন ভারতে তৈরির নেপথ্যে থাকা মূল দুটি চাবিকাঠি হল দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরি। এই বিষয়টি মাথায় রেখেই সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি তথা বণিকসভা ৩৪ তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারে ‘অন্তপ্রনিউরশিপ এবং উদ্ভাভনের ভবিষ্যত’-এর উপরে একটি কনক্লেভের আয়োজন করে।
কনক্লেভের মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর মেঘদূত রায় চৌধুরি, প্র্যাক্সিস বিজনেস স্কুল থেকে শ্রী চরণপ্রীত সিংহ, এনএসডিসি-র বিক্রম দাস, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন চট্টোপাধ্যায়, ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টের সুব্রত চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেককে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বণিকসভার কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী সুমন চক্রবর্তী। এর পরে মূল বক্তব্য রাখেন বিএনসিসিআইয়ের সম্মানিত কোষাধ্যক্ষ শ্রী অশোক কুমার বণিক।