বাস্তুর দক্ষিণ-পূর্ব অংশটি শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত
জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে বলা হয় সৃজনশীলতা, নতুনত্ব, উদ্ভাবন, ভালোবাসা, সৌন্দর্য, ইচ্ছা-আকাঙ্খা, শয্যাসুখ, দেহের অভ্যন্তরীণ শক্তি(উর্জা), ব্যক্তিগত স্বাদ, সম্পর্কের মেয়াদ, আহ্লাদ-আদর, নান্দনিকতার গ্রহ। তুলা এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, আমাদের সম্পর্ক, বস্তুগত সম্পদ প্রাপ্তি, ভোগ-বিলাস, আরাম-আনন্দ এবং সৃষ্টিশীলতার প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের সপ্তম এবং দ্বাদশ ঘরে শুভ নক্ষত্রে অবস্থান করলে শুক্র দুর্দান্ত ফল দেয়। দশম এবং পঞ্চম ভাবে শুক্র, শুভ নক্ষত্রে/নিজ নক্ষত্রে থাকলেও জাতক বা জাতিকার মধ্যে চরম উদ্ভাবনী শক্তি বা সৃজনশীলতার স্ফুরণ দেখা দেয়। অন্যদিকে জন্মছকে শুক্রের দুর্বল অবস্থান আমাদের প্রতিভার বিকাশ, নান্দনিকতা, সৃষ্টিশীলতা রুদ্ধ করে।
কী ভাবে বুঝবেন আপনার জন্মছকে শুক্রের অবস্থান শুভ না অশুভ? শুক্রের অশুভত্বের লক্ষণগুলি মিলিয়ে নিন:
১) চেহারার ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া
২) আকর্ষণ ক্ষমতা হ্রাস পাওয়া
৩) আর্থিক দৈন্য
৪) পুরুষদের ক্ষেত্রে জীবনসঙ্গী পেতে অথবা বিবাহিত জীবনে সমস্যা (মহিলাদের ক্ষেত্রে সমস্যা হয় মূলত মঙ্গল গ্রহের জন্য)
৫) সম্পদহানি
৬) প্রচুর পরিশ্রম, কঠোর শ্রম কিন্তু সাফল্য-সমৃদ্ধি অধরা
৭) রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তি থেকে কষ্ট (এক্ষেত্রে জন্মছকে রবির অবস্থানও দেখতে হবে)
৮) অনেক ভাবনা-চিন্তা করে পরিকল্পনা করলেও বাস্তবায়নে বিভ্রাট
৯) ঝুঁকি নিতে ভয় পাওয়া
১০) একটু ঢিলে-ঢালা গয়ংগচ্ছ মনোভাব
১১) পোশাক-পরিচ্ছদের রুচি বা পারিপাট্যের অভাব
১২) খুব ভালো, সংস্কারযুক্ত মনোভাব দেখাতে চাইলেও অন্যের কাছে বড়মাত্রায় ঠকে যাওয়া
১৩) সিদ্ধান্ত নিতে দেরী করা
১৪) এমন মিথ্যা বলার প্রবণতা, যা সহজেই ধরা পড়ে যায় এবং অন্যের কাছে অপমানিত হতে হয়
১৫) দ্রুত বিরক্ত হওয়া, প্রবল ক্রোধ, অতিমাত্রায় সংবেদনশীলতা, গোপনাঙ্গের রোগ-ব্যাধি
১৬) টাকা থাকলেও গাড়ি কেনা বা বাড়ি তৈরির সুখ ভোগ করতে না পারা
১৭) সম্পত্তি বন্ধক রাখতে বাধ্য হওয়া
১৮) পরকীয়ায় জড়িয়ে পড়া অথবা কোনও অবৈধ সম্পর্কে নির্ভরশীলতা
এবার মিলিয়ে নিন, জন্মছকে শুক্রের শুভত্বের লক্ষণগুলি:
১) জুতো পরিস্কার-পরিচ্ছন্ন, পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে প্রশংসনীয় রুচিবোধ
২) অর্থ কম থাকলেও আকর্ষণীয় পোশাক, সবসময় ইস্ত্রি করা পরিচ্ছদ ব্যবহার
৩) পদমর্যাদায় ছোট কোনও ব্যক্তির কাছেও ঝুঁকতে পারা
৪) সব ধরনের কাজ করতে রাজি হয়ে যাওয়া
৫) নিজে ভুল করেও জীবনসঙ্গী/সঙ্গীনির সুখ পাওয়া
৬) মনের ভিতর যতই ঝড় বয়ে যাক, বাইরে অত্যন্ত নরম মনোভাব প্রদর্শন
৭) বাড়িতে ওষুধের পাতা পড়ে থাকে না
৮) আত্মসম্মান/আত্মমর্যাদা রক্ষার জন্য আদালতের দ্বারস্থ(মানহানির মামলা) হতে হয় না
৯) শত্রুতা থাকলেও, শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে সব খারাপ ম্যানেজ করে নেওয়া
১০) মনে দুঃখ জিইয়ে না রেখে যেভাবেই হোক জীবনটাকে উপভোগ করে বা করাতে চাওয়া
পাশাপাশি বাস্তুশাস্ত্রও জানিয়ে দেয়, শুক্রের শুভ না অশুভ কোন প্রভাব পড়ছে আমাদের উপর। যেমন বাস্তুর দক্ষিণ-পূর্ব অংশটি শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, তাই বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে যদি টয়লেট, নিকাশি ব্যবস্থা, স্টোরেজ থাকে, অথবা অনেক পুরোনো / দৃষ্টিকটু সিঁড়ি, অতিরিক্ত লাল রং, কালো বা নীল রঙের উপস্থিতি থাকে, বুঝে নিতে হবে শুক্রের অবস্থান অশুভ/নেতিবাচক।
এছাড়াও শুক্র সম্বন্ধীয় অসংখ্য সূত্র রয়েছে জ্যোতিষশাস্ত্রে এবং আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানে পরবর্তী পর্বগুলিতে সে বিষয়ে আলোচনা হবে। Guided Symbol Meditation এবং বাস্তু বিষয়ক পরামর্শ পেতে WhatsApp - 86173 72545 / 98306 83986 (Payable & Non-Refundable)
ডিসক্লেইমার: এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত। প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য / মন্তব্য একান্তই বিজ্ঞাপনদাতার নিজস্ব। এর সঙ্গে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয় দফতরের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন।