Awami League

শাকিবকে ভোটে আসতে মানা করলেন হাসিনা, দলের টিকিট নিলেন মোর্তাজা

শনিবার রাতে শাকিব গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই তাঁকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন আওয়ামি লিগ সভানেত্রী। সূত্রের খবর, সেই মতোই পদক্ষেপ করলেন শাকিব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৭:৩৬
Share:

আওয়ামি লিগের মনোনয়ন পত্র তুলছেন মাশরাফি মোর্তাজা। নিজস্ব চিত্র।

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না শাকিব আল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ক্রমে আপাতত ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও রবিবারই আওয়ামি লিগের মনোনয়ন পত্র তুললেন বাংলাদেশ একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজা।

Advertisement

শনিবার রাতে শাকিব গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই তাঁকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন আওয়ামি লিগ সভানেত্রী। সূত্রের খবর, সেই মতোই পদক্ষেপ করলেন শাকিব।

অন্য দিকে, এ দিন সকালে মনোনয়ন পত্র তোলার আগে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে আশীর্বাদ নেন মাশরাফি। পরে আওয়ামি লিগের ধানমণ্ডি অফিস থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন পত্র নেন তিনি।

আরও পড়ুন: ভোটে লড়বে বিএনপি জোট, তবে নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি

Advertisement

আরও পড়ুন: ২৩ ডিসেম্বর বাংলাদেশে ভোট, খালেদা ফের জেলে​

মাশরাফি গত কয়েক বছরে নিজের এলাকায় একাধিক জনকল্যাণমূলক কাজ করছেন। গড়ে তুলেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। মোর্তাজার ইচ্ছা নড়াইল-২ আসন থেকে ভোটের লড়াইয়ের। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামি লিগের নেতৃত্বাধীন ১৪ দলের শরীর ওয়ার্কার্স পার্টির নেতা শেখ হাফিজুর রহমান।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement