World's Narrowest Road

বিশ্বের সংকীর্ণতম গলি? তাতেও নাকি ট্র্যাফিক সিগনাল! আজব সড়ক দেখে আসুন এই ছুটিতেই

পৃথিবী যেন এক বিস্ময়ের মেলা। রহস্যের পসরা নিয়ে বসেছে এই মহাবিশ্ব। তারই মধ্যে আশ্চর্য এক জায়গার সন্ধান পাওয়া গিয়েছে সদ্য।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২০:০০
Share:
০১ ০৮

পৃথিবী যেন এক বিস্ময়ের মেলা। রহস্যের পসরা নিয়ে বসেছে এই মহাবিশ্ব। তারই মধ্যে আশ্চর্য এক জায়গার সন্ধান পাওয়া গিয়েছে সদ্য। গোটা নেটমাধ্যম তোলপাড় করে দিয়েছে সেই তথ্য। কারণ এ নাকি বিশ্বের সংকীর্ণতম রাস্তা!

০২ ০৮

ছোট্ট ভিডিয়োয় সেই পথের চেহারা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। উৎসবের এই মরসুমেই ব্যাগপত্র গুছিয়ে সেই আজব গলির সন্ধানে বেরিয়ে পড়বেন নাকি আপনিও?

Advertisement
০৩ ০৮

বিশ্বের সবচেয়ে সংকীর্ণ রাস্তাগুলির অন্যতম এই রাস্তাটি। তবে আরও আশ্চর্যের বিষয় হল, সরু এই গলির প্রবেশপথে একটি ট্র্যাফিক সিগন্যালও বসানো আছে! যা পথচারীরা ব্যবহার করেন গলিতে ঢোকার সময়ে।

০৪ ০৮

ভাইরাল ভিডিয়োর পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘বিশ্বের সবচেয়ে সরু রাস্তা’। সেই ক্লিপেই দেখা যাচ্ছে, এই গলিতে ঢোকার আগে আপনাকে সিগন্যাল চালু করতে হবে, যাতে উল্টো দিক থেকে সেই সময়ে কেউ না আসেন। কারণ গলিটি এতই সরু, যে দু’জন মানুষ একসঙ্গে পাশাপাশি আঁটবেন না।

০৫ ০৮

এই গলিটি রয়েছে প্রাগে। সেখানকার প্রাচীনতম এলাকা মালা স্ট্রানায় এই পথের দৈর্ঘ্য ৩২ ফুট। আর রাস্তার প্রস্থ মাত্র ১৯ ইঞ্চি!

০৬ ০৮

যাত্রীরা যাতে রাস্তার মাঝখানে আটকে না যান, তা নিশ্চিত করতে প্রবেশদ্বারে রয়েছে দু’টি ট্রাফিক লাইট।

০৭ ০৮

এই ট্র্যাফিক লাইটগুলি সিগন্যালিংয়ের কাজ করে। এক পাশ থেকে অন্য পাশে খবর পাঠানো যায়। এই পথে যেতে হলে আগে বোতাম টিপে সিগন্যাল চালু করতে হবে এবং সবুজ সঙ্কেত পেলে তবেই এগোনো যাবে!

০৮ ০৮

কেউ সিগন্যাল না মানলে আটকে যাবে মাঝপথে। ফিরে আসাও কঠিন হবে। জনগণের সুবিধার্থেই এই সঙ্কেত বসানো হয়েছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement