উৎসবের মরসুমে এই ছুটিতে বিদেশে যাওয়ার প্ল্যান করছেন নাকি? কোথায় কোথায় যাবেন, কত টাকা টাকা খরচা– সব মিলিয়ে বিপুল খরচের ভয়ে অনেক সময়েই ইচ্ছে থাকলেও বিদেশ ভ্রমণের প্ল্যান বাতিল করে ফেলেন অনেকে।
বাঙালির বিলিতি ছুটির শখ চিরকালীন। আপনিও কি ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা করছেন? তা হলে জেনে নিন সে দেশের ঠিক কোথায় কোথায় ঘুরবেন একদম পকেটসই বাজেটে।
প্যারিস, ফ্রান্স: ভ্রমণপ্রেমীদের কাছে প্যারিস এক স্বপ্নের ঠিকানা। এখানে বিখ্যাত আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়াম এবং মনমার্ট্রা-র (Montmartre) মতো মনোরম অঞ্চলগুলি আপনাকে মুগ্ধ করবেই।
বার্সেলোনা, স্পেন: বার্সেলোনা এক অত্যাশ্চর্য শহর, যা তার শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে দর্শনীয় স্থানগুলি হল গাউডির স্থাপত্য, গথিক কোয়ার্টার্স ইত্যাদি।
আমস্টারডাম, নেদারল্যান্ডস: নেদারল্যান্ডসের একটি চমৎকার শহর আমস্টারডাম, যা তার জলপথ , সংস্কৃতি এবং ইতিহাসের জন্য সুবিখ্যাত।
বুদাপেস্ট, হাঙ্গেরি: বুদাপেস্ট, হাঙ্গেরি আর এক অত্যাশ্চর্য শহর। ড্যানিউব নদীর দুই তীরে দুই শহর বুদা এবং পেস্ট মিলে গড়া। এখানে দেখতে পারেন বুদা ক্যাসল, পার্লামেন্ট বিল্ডিং, সেন্ট স্টিফেন ব্যাসিলিকা, যা হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টিফেনের নামাঙ্কিত একটি চমৎকার গির্জা।
মাদ্রিদ, স্পেন: স্পেনের রাজধানী এবং দেশের বৃহত্তম শহর মাদ্রিদ। সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং আধুনিক সভ্যতার কেন্দ্রবিন্দু, যা দর্শনার্থীদের বিশেষ ভাবে আকর্ষণ করে। প্রাডো মিউজিয়াম, প্লাজা মেয়র, থিয়েট্রো রিয়াল এখানকার দর্শনীয় স্থান। এ শহরে অনেক উৎসব-অনুষ্ঠান হয়, যেমন সান ইসিড্রো ফেস্টিভাল এবং মাদ্রিদ ফিল্ম ফেস্টিভাল।
প্রাগ, চেক প্রজাতন্ত্র: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শহর, যা ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলির একটি। এর রোমান্টিক চেহারা এবং সমৃদ্ধ ইতিহাস দর্শনার্থীদের আকর্ষণ করে। এখানকার প্রধান দ্রষ্টব্য প্রাগ ক্যাসল, চোদ্দোশো শতকে নির্মিত চার্লস ব্রিজ, স্ট. ভিটাস ক্যাথিড্রাল প্রভৃতি।
ভিয়েনা, অস্ট্রিয়া: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাও ইতিহাস ও সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন, যা ইউরোপের অন্যতম সুন্দর এবং সমৃদ্ধ শহর হিসেবে পরিচিত। সঙ্গীত, শিল্প এবং স্থাপত্যের জন্য বিখ্যাত এই শহরটি।
লন্ডন, যুক্তরাজ্য: লন্ডনকে কে না চেনে! যুক্তরাজ্যের রাজধানী এই শহর জুড়ে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক অসাধারণ মিশেল। বিগ বেন, লন্ডন আই, ব্রিটিশ মিউজিয়াম, বাকিংহাম প্যালেস প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।
ব্রাসেলস, বেলজিয়াম: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এক ছবির মতো সুন্দর শহর, যা ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক কেন্দ্র। এটি সুন্দর স্থাপত্য, শিল্প এবং হরেক সুখাদ্যের জন্য বিখ্যাত। গ্র্যান্ড প্লেস,ম্যানেকেন পিস, ব্রাসেলস সিটি মিউজিয়াম ইত্যাদি এখনকার দর্শনীয় স্থান। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।