Dollar Abasoner Big Boss 2024

ডলার ‘আবাসনের বিগ বস্’ ২০২৪, কারা হলেন সেরা তিন?

পুজোর সময় প্রতিযোগিতার মাধ্যমে এমন ব্যক্তিত্বদেরকেই সম্মান জানায় ডলার এবং আনন্দবাজার অনলাইন। এই বছরও কারা হলেন সেরা ৩ ‘আবাসনের বিগ বস’? চলুন দেখে নিই।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৩:৫৪
Share:

সেরা ৩ ‘আবাসনের বিগ বস্’ কে?

প্রত্যেক আবাসনেই এমন একজন থাকেন, যাঁর কাছে থাকে সবসময় সকল সমস্যার সমাধান থাকে। যে কোনও বিপদেই এক ডাকেই আবাসনের মানুষদের পাশে এসে দাঁড়ান তিনি। খুঁজে বের করে দেন যে সমাধানের রাস্তা। তা সে পুজো হোক বা ক্রিকেট ম্যাচ বা বিদ্যুতে সমস্যা? পাম্প বা লিফ্ট খারাপ? বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা সামাজিক কর্মকাণ্ড, সমস্ত কাজে তাঁকেই আগে পাওয়া যায়। পুজোর সময় প্রতিযোগিতার মাধ্যমে এমন ব্যক্তিত্বদেরকেই সম্মান জানায় ডলার এবং আনন্দবাজার অনলাইন। ২০২৩ সালেও বিপুল সাফল্য পেয়েছিল পরে আনন্দবাজার অনলাইন আয়োজিত, ডলার ‘আবাসনের বিগ বস্’।

Advertisement

এ বছর অর্থাৎ ২০২৪ সালে এই বছর ১৬০-এরও বেশি আবাসন অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে থেকে সেরা ২০ জনকে বেছে নিয়েছিলাম আমরা। তাঁদের কর্মকাণ্ড ছবি-সহ পোস্ট করা হয় আনন্দবাজার অনলাইনের ফেসবুকের পাতায়। যার মধ্যে থেকে প্রাথমিক স্তরে সেরা ২০ জন ‘আবাসনের বিগ বস্’দের বেছে নেওয়া হয়। এর পর শুরু হয় আসল লড়াই। ১১ অক্টোবর অর্থাৎ অষ্টমী সন্ধ্যে ৬টা পর্যন্ত চলে ভোট। অবশেষে ছবিতে প্রাপ্ত লাইক ও শেয়ারের ভিত্তিতে বেছে নেওয়া হয় এই সেরা ৩ জনকে।

এই বছরও অর্থাৎ ২০২৪ সালে কারা হলেন সেরা ৩ ‘আবাসনের বিগ বস্’? চলুন দেখে নিই।

Advertisement

অম্লান চক্রবর্তী, স্কাইলাইন লেকভিউ

ডলার ‘আবাসনের বিগ বস্’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন স্কাইলাইন লেকভিউয়ের অম্লান চক্রবর্তী।

রাজীব ভট্টাচার্য, কসমোপলিস

ডলার ‘আবাসনের বিগ বস্’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কসমোপলিসের রাজীব ভট্টাচার্য।

সুলেখা দত্ত, বিসিটি সোনার সংসার

ডলার ‘আবাসনের বিগ বস্’ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বিসিটি সোনার সংসারের সুলেখা দত্ত

মহাঅষ্টমীর মহালগ্নে এই ৩ বিজেতার হাতে তুলে হল দেওয়া চেক। প্রথম পুরস্কারের অঙ্ক ছিল ৪০,০০০ টাকা। দ্বিতীয় পুরস্কারের অঙ্ক ছিল ৩৫,০০০ টাকা। এবং তৃতীয় পুরস্কারের অঙ্ক ছিল ২৫,০০০ টাকা।

মোট পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ পাবে সংশ্লিষ্ট আবাসনের পুজো কমিটি এবং ২৫ শতাংশ পাবেন বিজেতা।

শুভ শারদীয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement