পুরনো ফোন অনেকদিন হল! ৩০হাজারের মধ্যে পুজোর সময় নতুন ফোন কিনবেন ভাবছেন? তবে কী কী ফোন এই পুজোর মরসুমে বাজারে আসছে তা জানেন না। আপনার জন্য রইল তালিকা।
ভিভো এস ১৭: চলতি মাসে ১৪ তারিখে এই ফোনের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস প্রসেসরের সঙ্গে ৮ জিবি র্যাম পাবেন। ৫০ মেগাপিক্সেলের সঙ্গে ৮ মেগাপিক্সেল যুক্ত প্রধান ক্যামেরা থাকছে। সামনে থাকবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬৪০ এমএএইচ ব্যাটারি পাবেন। দাম হতে পারে ২৯ হাজারের মধ্যে।
অপো এ ৯৮: অক্টোবর মাসে ১৯ তারিখে এই ফোন বাজারে আসতে পারে। স্ন্যাপড্রাগনের ৬৯৫ প্রসেসর থাকছে। পিছনে ৬৪ ও দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন। সামনের ক্যামেরার থাকছে ৩২ মেগাপিক্সেলের। ব্যাটারি হবে ৫হাজার এমএইচ। দাম হতে পারে ২৫ হাজার ৮০০ টাকা।
অপো এ১ ৫জি: এই ফোন বাজারে আসতে পারে অক্টোবরের ৭ তারিখে। প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন ৬৯৫। ৮ জিবি র্যামের সঙ্গে মোট ৫২ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। ৫হাজার এমএইচ ব্যাটারি। দাম হতে পারে ২৫ হাজার ২০০ টাকা।
গুগল পিক্সেল ৮এ: এই মাস থেকেই পাওয়া যেতে পারে এই ফোন। থাকছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। পিছনে থাকছে ৫০ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫০ ও ১২ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। ৮ জিবি র্যাম। ৫হাজার এমএইচ ব্যাটারি। দাম হবে ২৯ হাজার ৫০০ টাকা।
স্যামসাং এম ৪৪ ৫জি: এই ফোন বাজারে আসবে চলতি মাসেই। থাকছে স্ন্যাপড্রাগ ৮৮৮ প্রসেসর। প্রধান ক্যামেরা থাকবে তিনটি। সেগুলি যথাক্রমে ৫০, ১৩ ও ৫ মেগাপিক্সেলে পাওয়া যাবে। নিজস্বীর জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হবে ৬হাজার এমএইচ দাম মনে করা হচ্ছে ২৯ হাজার ৯৯৯ টাকা মধ্যে থাকবে।
ওয়ানপ্লাস নর্ড সি ই ৪ ৫জি: এই ফোনে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন ৭৫০জি। প্রধান ক্যামেরা থাকবে চারটি। ক্যামেরাগুলির মেগাপিক্সেল হল ৬৪, ১২, ৮ ও ৫। র্যাম হবে ৮ জিবি। ৪৫০০ এমএইচের ব্যাটারি থাকবে। বাজারে আসবে এই মাসেই। দাম হতে পারে ২৭ হাজার ৯৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ২৪: মিডিয়াটেক হেলিও জি ৯৬ প্রসেসর থাকছে এই ফোনে। থাকবে ৬ জিবি র্যাম। থাকছে ৪টি প্রধান ক্যামেরা। মেগাপিক্সেল গুলো হল ৬৪, ১২, ৫, ২। ৫১০০ এমএইচের ব্যাটারি পাবেন। দাম হতে পারে ২৬ হাজার ৯০০ টাকা।
পোকো এক্স৫ টি: পোকোর এই ফোনের বাজারে আসার কথা রয়েছে এই মাসেই। থাকছে ৮ জিবি র্যাম। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ হাজার প্রসেসর। প্রধান ক্যামেরা ৩টি থাকবে। ৬৪, ৮, ২ মেগাপিক্সেলের হবে ক্যামেরাগুলো। ৩২ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা।৫হাজার এমএইচের ব্যাটারি। দাম ২৯,৯৯০ হবে বলে মনে করা হচ্ছে।
রিয়েল মি ১১ ৪জি: মিডিয়াটেক হ্যালোই জি৯৯ প্রসেসর থাকছে এই ফোনে। ৮ জিবি র্যামে বাজারে পাওয়া যাবে। ১০৮ ও ২ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকছে। ৫হাজার এমএইচের ব্যাটারি হবে এই ফোনের। ফোনটি বছরের শেষে ডিসেম্বর মাসে বাজারে আসবে। দাম ২৫,৭০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।