প্রোড্রাইভ রেসিং সিমুলেটর কনসেপ্ট হোম ফার্নিচার: মনে করা হচ্ছে এই গ্যাজেটই রেসিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে। এই গ্যাজেটে রয়েছে একটি চালকের আসন, একটি স্ক্রিন ও একটি স্টিয়ারিং হুইল। যা আপনাকে দেবে একদম আসল রেসিংয়ের মতো অভিজ্ঞতা।
টিবিও ইলেকট্রনিক হেয়ার স্প্রে: এই গ্যজেটের মাধ্যমে আপনি চুল কাটার আগে মাথায় ঠাণ্ডা জলের পরিবর্তে দিতে পারবেন গরম জল। শীতকালে এই গেজেটটি বেশ উপযোগী।
রেসিপ ডিজাইন সুভ হোম মনিটারিং ডিভাইস: ভবিষত্যে গেজেট কিন্তু সাহায্য করতে পারে আপনার সেলফ কেয়ারেও। এই গেজেট আপনার মুখ দেখে বুঝতে পারে আপনি ক্লান্ত কিনা। সেই অনুযায়ী এই গেজেট আপনার ঘরের অনান্য গেজেট যেমন শোবার ঘরের তাপমাত্রা, লাইট এর উজ্জ্বলতা ইত্যাদি নিয়ন্ত্রন করতে সক্ষম।
হলোকিউব হলোগ্রাফিক ডিসপ্লে কনসেপ্ট: এই গ্যাজেটের সাহায্যে খুব সহজেই আপনি কোনও ছবি বা ইলাসট্রেশন কোনও কাঁচের উপর হলোগ্রাফিক রুপে দেখতে পারবেন।
পুদু রোবটিক ফ্ল্যাশ বোট স্মার্ট ডেলিভারি রোবট: এই গ্যাজেট একটি বিল্ডিংয়ের মধ্যে জিনিসপত্র পৌঁছে দিতে ব্যবহার করা হয়। এই রোবট এক তল থেকে অন্য তলেও জিনিসপত্র পৌঁছে দিতে পারে। এমনকি এটি লিফটও ব্যবহার করতে সক্ষম।
রেজার প্রজেক্ট সোফিয়া কনসেপ্ট গেমিং ডেস্ক: এই গ্যাজেট আপনার গেমিং অভিজ্ঞতায় যোগ করতে পারে এক অনন্য অনুভূতি। এই গ্যাজেটে আপনি পাবেন সিস্টেম মনিটারিং টুল, পেন ট্যাবলেট ও একটি সেকেন্ডারি স্ক্রিন।
এইচ টি সি ভাইভ প্রো ২ ভি আর হেডসেট: ফাইভ কে ক্ল্যারিটির সঙ্গে এই গ্যাজেট আপনার প্রতিটি মুহূর্তকে করে তুলবে জীবন্ত। এ ছাড়াও এই হেডসেটে আপনি পাবেন ওয়াইড ১২০ ডিগ্রি এফ ও ভি ভিউ এক্সপেরিয়েন্স।
ম্যাজিক লিপ ১ এ আর হেডসেট: এই গ্যাজেট আপনাকে ক্লাউড অ্যানাটমির সঙ্গে দেবে ভিডিয়ো দেখার অনন্য অনুভূতি।
সেনসেট টু ওয়াররেবল অ্যাংজাইটি ডিভাইস: জানা গিয়েছে, এই গ্যাজেটটি মাত্র ১০ মিনিটেই আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে। এটি ১০মিনিট আপনার বুকের উপর রেখে বিশ্রাম করুন। তার পরেই দেখুন এর কামাল।
অবসবোট টাইনি ৪কে এআই ওয়েব ক্যামেরা: শুধু মাত্র আপনার শরীরের ইশারাতেই দিয়ে আপনি এই ক্যামেরাটিকে অপারেট করতে পারবেন। এই গ্যাজেটে রয়েছে এআই ট্র্যাকিং ও অটো ফ্রেমিং। যা ছবি তোলার অভিজ্ঞতাকে করে তুলবে আরও সুন্দর।