ড. কোহিনুর কর

বিদেশে নিয়ম-নাস্তি

অনেক ওঠাপড়ার মধ্যেই আমাদের মত প্রবাসী বাঙালিদের ইচ্ছেপূরণ। লিখছেন ড: কোহিনূর কর।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:২২
Share:

বিদেশে পুজোর আনন্দ

পঞ্জিকায় যাই লেখা থাকুক না কেন, আমরা পুজো করি শুক্র, শনি ও রবিবার। এর নড়চড় গত ৩৫ বছরে হয়নি। মা দুর্গা আমাদের সবসময় ভাল চেয়েছেন, চাইবেনও। মা জানেন একটু আধটু ভুল ত্রুটি হলেও সব ঠিক আছে। ব্যস্ত জীবন, প্রতিনিয়ত মানসিক চাপ, অনেক ওঠাপড়ার মধ্যেই আমাদের মত প্রবাসী বাঙালিদের ইচ্ছেপূরণ। বারো মাসে তেরো পার্বণ না হ’লেও মা দুর্গা আমাদের কাছে প্রত্যেক বছর আসেন তাঁর সন্তান সন্ততিদের নিয়ে মহা সমারোহে ঢাক ঢোল কাঁসর বাজিয়ে শুক্রবার সন্ধ্যায় বোধন দিয়ে শুরু, শনিতে সারা দিন ঢাকে কাঠি, দুপুরে নিরামিষ প্রসাদ, সন্ধ্যায় পছন্দসই কিছু খাবার শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে কখনও মনটা ছোটদের মত আনন্দে নেচে ওঠে, কখনও বিষাদে। জয় মা!

Advertisement

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement