কালীপুজোর বিসর্জন শুরু হচ্ছে আজ থেকেই। সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর এ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে।
চার দিন ধরে চলবে বিসর্জন। নির্দেশিকায় জানানো হয়েছে, ২৫, ২৬, ২৭ এবং ২৮ অক্টোবর কালী প্রতিমা বিসর্জন দেওয়া যাবে।
বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়া হচ্ছে স্বরাষ্ট্র দফতর। ইতিমধ্যেই প্রতিটি জেলার এসপি, আইসি, ডিআইজি এবং আইজি–কে এ নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে পুলিশ কর্তাদের। বিভিন্ন জেলা পুলিশের এসপিদের বিভিন্ন ঘাটগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
মুখ্যসচিব বিশেষ নির্দেশ দেন সেচ দফতরের আধিকারিকদের। বিসর্জন চলাকালীন কন্ট্রোল রুম খোলা রাখা, বান আসার সময় সঠিক ভাবে নজরদারি চালানো এবং আগাম পূর্বাভাস পাওয়ার ব্যবস্থা– এই তিনটি ক্ষেত্রে নজর রাখতে বলা হয়েছে।
অন্য দিকে, কালীপুজোর বিসর্জন প্রস্তুতি এবং ছটপুজোকে কেন্দ্র করে জেলাশাসকদের ঘাটগুলিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
গত মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিসর্জনের সময়ে সব দিকে খেয়াল রাখতে হবে। একটি নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ছট পুজো করার পরামর্শও দিয়েছেন ভক্তদের।
প্রসঙ্গত, গত সপ্তাহে মুখ্যসচিব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি ঘাটে যথাযথ নজরদারি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেন।